বলতে পারেন, কেন বড় হতে হতে, আমরা সেই আকাশ ছোয়া সপ্ন দেখার এবিলিটি টা হারিয়ে ফেলি? কেন আমাদের সপ্ন গুলো তখন এতো সাধারন মানের হয়ে যায়? কোথায় যেন পড়েছিলাম, নায়িকা বলছে, "আমি তো আর কিছু চাইনি। শুধু সবার মতো একটা সাধারন জীবন যাপন করতে চেয়েছিলাম।" আমাদের বেশির ভাগের চিন্তা ধারাই এমন। সাধারান জীবন টা আসলে কি? পড়াশোনা করবো। বড় হবো। চাকরি করবো। ্অনেক টাকা হবে। একটা বিয়ে করবো। বাচ্চা কাচ্চা হবে। তারপর সুখে বাকি জীবন কাটিয়ে দিব। সারা জীবন ইচ্ছা মতো কাটিয়ে, শেষ জীবনে একটু ধর্ম কর্ম নিয়ে বসবো। এমন সপ্ন দেখতে বাধা নেই। অবশ্যই আমরা সবাই চাই একটা সিকিউর্ড ফিউচার। ভালবাসার মানুষ। শিশুদের পবিত্রতা। কিন্তু বলতে পারেন, কেন বেশির ভাগ মানুষের এতটুকুতেই থেমে যায়? বেশির ভাগি এর বেশি সপ্ন দেখতে ভুলে যান। সেটা জীবনের বাস্তবতার কারনেই হয়তো। আমরা বড় হলে বুঝতে শিখি, সব সপ্ন পুরা হবার নয়। তা হয়তো ঠিক। কিন্তু আমরা সবাই কি আমাদের সপ্ন গুলো পুরো করবার সর্বশ্য চেষ্টা করি? করিনা। তাই হয়তো বেশি উপরে উঠতেও পারিনা। একটা সাধারন জীবন কাটিয়ে আমরা চলে যাই। দোযখে না যাওয়ার সপ্ন। কেন জান্নাতে ফেরদৌসে যাওয়ার সপ্ন নয়? একটা ভাল চাকরি পাওয়ার সপ্ন। কিন্তু কেন এমন কিছুর সপ্ন নয় যা দ্বারা পুরো দেশকে উপকৃত করা যায়, কিংবা পৃথিবীকে? আমরা চলে যাবার পরেও অনেকদিন পর্যন্ত যা নিয়ে মানুষ আমাদের স্বরনে রাখবে? কেন মানুষের জীবন পালটে দিতে চেষ্টা করিনা আমরা?
এইগুলোই ভাবি আজকাল। আমার সপ্নগুলো আজ কেমন বেড়া দেয়া মনে হয় নিজের কাছে। কিন্তু আমি আবার সপ্ন দেখতে শিখতে চাই, ঠিক আগের মতো, আকাশ ছোয়া।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৮ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





