পৃথিবীতে অসংখ্য লেখক আছেন যারা লেখার ব্যাপারে অদ্ভূত সব খেয়াল পোষন করেন। নিম্নে এমনই কিছু লেখকদের অদ্ভৃত খেয়াল লেখা হল ঃ
(ক) প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি। তিনি চাইতেন নিরবতা, নির্জনতা । বেশীক্ষণ এক জায়গায় বসে লিখতে পারতেন না। এমন কি স্নানের ঘরে বসে তিনি লিখেছেন তাঁর বিখ্যাত কাব্যগ্রস্থ নেবদ্য । কাব্য গ্রন্থের দুইটি কবিতা তিনি লিখেছেন একটানা । ঋতুভেদে তাঁর লেখার তারতম্য ঘটত । গ্রীষ্ম, বর্ষা, ও বসন্তে লিখতেন পদ্য । শীত ও অন্যান্য সময়ে গদ্য ।
(খ) ‘‘দ্যা ওন্তু ম্যান এন্ড দ্যা সী” খ্যাত হেমিংওয়ে চাইতেন নির্জনতা । দরজা জানালা বন্ধ করে দিয়ে সবসময় দাড়িয়ে লিখতেন। লিখতেন একটানা ৬ ঘন্টা এবং গড়ে আটশত শব্দ ।
(গ) আলেকজান্ডার দ্যুমার এর ছিল অদ্ভূত বাতিক । তাঁর ছিল এক এক বিষয়ে এক রং এর দূর্বলতা । তিনি কবিতা লিখতেন হলুদ কাগজে, নীল কাগজে উপন্যাস, প্রবন্ধ লিখতেন লাল কাগজে এবং একটি কলম লেখা শেষ করতেন ।
(ঘ)রাশিয়ার জাতীয় কবি পুশকিন। তিনি সকালে উঠে বরফ শীতল পানিতে গোসল করে লিখতেন।
(ঙ)বিচিত্র শখ ছিল নাট্যকার ও কবি শেলীর। তিনি পচাঁ ডিমের গন্ধ ছাড়া লিখতে পারতেন না। তাই তিনি ডেক্স্রের মধ্যে পচাঁ ডিম ঢুকিয়ে রাখতেন। তাঁর মতে পচাঁ ডিমের গন্ধ লেখার জন্য শ্রেষ্ঠ উদ্দীপক ।
(চ)ডঃ স্যামুয়েল জনসন লেখার আগে তাঁর প্রিয় বিড়ালটি কোলে নিয়ে বসতেন। বিড়ালটি যখন আদরে গড়গড় করত তখনই তিনি লিখতেন।
(ছ)শরৎচন্দ্র লেখার সময় গরম পানিতে পা ডুবিয়ে রাখতেন। সরু নিবের কলম ছাড়া তিনি লিখতেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




