চেয়ে না পাওয়ার কষ্ট বেশী কাঁদায় ?
নাকি পেয়ে হারানোর ব্যথা ?
কে জানে,কিসের টানে,কখন কে বুক ভাসায় !!
বুকের মাঝে দলা পাকানো এক মুঠো কষ্ট যেনো শ্বাসরুদ্ধ করে মারে ।
ক্লান্ত নীল হতাশা এখনো উঁকি মারে মনের অজান্তেই ...
খুব চেনা অচেনা সেই পথিকের পানে,
এখনো বুঝি মন কাঁদে নির্জনে ?
হয়তো বা আবারো অমিত আর লাবণ্যের অমিমাংসিত প্রেম ....
কড়া নাড়ে ....
ভুল দ্বারে,ভুলের ঘরে ।
হয়তো সন্তপর্ণে এখনো কোনো স্মৃতি আছড়ে পড়ে কাঁদে ......
সাত সকালের প্রাণ জুড়ানো কোনো হিমেল হাওয়া হয়তো বা হঠাৎ ই মিলিয়ে যায়,
হলদে কর্কশ রোদ্দুরের ভীড়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




