প্রশ্ন ১। আমি মোঃ ফরিদউদ্দিন, ফিজিওথেরাপি নিয়ে পড়া শোনা করেছি। ইসলাম আর খ্রিষ্টান ধর্মে মুক্তি লাভের ন্যুনতম শর্তের মধ্যে কী সাদৃশ্যরয়েছে?
উত্তরঃ যদি পবিত্র কুরআন পড়েন সেখানে বলা আছে যে, একজন মানুষ কীভাবে বেহেস্তে যেতে পারবে। (সুরা আল অসর, আয়াত নং ১০৩-এ)উল্লেখ আছে যে, “কালের শপথ । মানুষ অবশ্যই তিগ্রস্থ। কিন্তু তারা ব্যতিত যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়।” তাহলে যদি কেউ বেহেস্থে যেতে চান কমপে ৪টি শর্ত পুরন করতে হবে। ১। ঈমান ২। সৎকর্ম ৩।মানুষকে সৎকর্মে উপদেশ দেওয়া। ৪। আর ধৈর্য্য ও অধ্যাবসায়ের উপদেশ দেয়। এ ৪টি শর্তের যদি একটিও বাদ থাকে সাধারন ভাবে কোন লোক বেহেস্তে যেতে পারবে না। যদি আল্লাহ মা করেন তবে সেটা আলাদা কথা। আর এগুলোই হচ্ছে নূন্যতম শর্ত। আর আল্লাহ যে অপরাধকে মা করবেন না সেটা আগেও বলেছি (সুরা নিসা, আয়াত নং ৪৮);(সুরা নিসা আয়াত নং ১১৬) সেটা হল শিরক আর খ্রিষ্টান ধর্মে চার্চ যেটা বলে, প্রথমে চার্চ এর কথা বলছি, তারপর বাইবেল এর কথা বলবো। চার্চ বলে যে, যীশুখ্রিষ্ট আমাদের পাপের জন্যে মারা গেছেন। যদি সেটা বিশ্বাস করেন আপনি মুক্তি লাভ করেছেন। যদি বিশ্বাস করেন যে, যীশুখ্রিষ্ট আপনার অপরাধের জন্যে ক্রুশবিদ্ধ হয়েছেন তাহলে আপনি মুক্তিলাভ করেছেন। যদি বিশ্বাস করেন যে, যীশুখ্রিস্ট আপনার অপরাধের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, তাহলে আপনি মুক্তি লাভ রেছেন। এ প্রমানটা আপনি বাইবেলেও পাবেন যে, যীশুখ্রিস্ট হন নি। এটার ওপর আমার একটা ভিডিও ক্যাসেট আছে, যেখানে আমি প্রামান করেছি যে যীশুখ্রিস্ট ক্রুসবিদ্ধ হন নি। প্্রমান করেছি পবিত্র কুরআন দিয়ে নয়, পবিত্র বাইবেল দিয়েই । কুরআন সেটা বলে আমরাও মানি । এমনকি বাইবেল যদি সঠিকভাবে পরেন একথা বলে না যে যীশু ক্রুসবিদ্ধ হয়েছেন। কিন্তু চার্চ বলে, যদি আপনি এটা বিশ্বাস করেন যীশুখ্রিস্ট্র আপনার পাপের জন্য মারা গেছেন । আপনি মুক্তি লাভ করবেন । কিন্তু যদি আপনি বাইবেল পরেন তবে দেগবেন যে, যীশুখ্রিস্ট ঠিক উল্টোটি করবেন । যদি গ্রসবেল অভ্ মেথিও পরেন অধ্যায় ১৯, অনুচ্ছেদ ১৬-১৮ বলেছেন, একজন লোক যীমুখ্রিস্টের কাছে বললেন যে,হে ভালো প্রভু কোন কাজটি করলে আমি চিরস্থায়ী জীবন পেতে পারি? যীশুখ্রিস্টের কাছে এসে বলরেন যে, হে ভালো প্রভ কোন কাজটি করলে আমি চিরস্থায়ী জীবন পেতে পারি? যীশুখ্রিস্ট তখন বললেন কেন তমি আমাকে ভালো বলছো? ভালো শুধু একজনই তিনি আমার পিতা যিনি স্বর্গে আছেন। আর যদি তুমি স্থয়ী জীবন পেতে চাও, ঈশ্বরে নির্দেশ মানো । তিনি বলেন নি যে চিরস্থায়ী জীবন পেতে আমাকে ঈশ্বর মানতে হবে। তিনি বলেন নি যে,এটা বিশ্বাস করতে হবে যে, আমি তোমাদের পাপের জন্য ক্রুসবিদ্ধহয়ে মারা গেছি। তিনি বলেছেন য, চিরস্থায়ী জীবন পেতে হলে ঈশ্বরের যে, নির্দেশ সেগুলো মেনে চলতে হবে। তার মানে আপনি যদি বেহেশতে যেতে চান, বাইবেল অনুযায়ী আপনাকে ঈশবরের সব নির্দেশ মেনে চলতে হবে। শূকরের মাংস খাবেন না, মদ খাওয়া যাবেনা, জুয়া খেলা যাবেনা, নামাজ আদায় করতে হবে।সিজদায় যেতে হবে। সবকিছু আপনাকে মানতে হবে । যদি বলেন যীশুখ্রিস্টেরনিদেশ মানলেই খ্রিস্টান হওয়া যায় তাহলে আলহামদুলিলাহ। যদিও আমরা মুসলিম আমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান।আর যীশুখ্রিস্টও ছিলেন একজন মুসলমান । আশা করি উত্তরটা পেয়েছেন।ূ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




