যদি কখনো দেখ, পাখিরা উড়ে যায়
ঐ দিগন্তের পানে কোন এক অজানা আশায়
সেই বিহঙ্গের মাঝে খুঁজে পাবে তুমি এই আমাকে।
যদি তিমির রাতে চাঁদের আলো ছুঁয়ে যায়
তোমার আকাশ
সেই রাতে জ্যোঁৎস্না হয়ে থাকব এই আমি।
যদি বৃষ্টি ভেজা কোন এক বিকেলে
দেখ জলের খেলা তোমার বাগানে
সেই বৃষ্টির জল হয়ে থাকব আমি।
যদি কালমেঘেরা ঢেকে ফেলে
তোমার নীলাকাশ,
সেদিনও হয়ত তুমি খুঁজে পাবে আমায়
সেই দিগন্তের ওপারে
ঐ ভাস্কর জ্যোতি তে।
যদি কখনো মনে পরে শীতের সকালে
শিশির ভেজা ঘাসে প্রভাতের আলোকচ্ছটা,
সেই প্রভাতেও থাকব এই আমি-
হয়ত সেদিন তোমার ই স্মৃতি হয়ে।
যদি কখনো গোধুলি বেলায় দেখ
রবির কিরণ হারিয়ে যাওয়া ঐ দিগন্তের ওপারে
যদি কখনো দেখ সেই শিশুর মুখে মিষ্টি হাসি
খুঁজে দেখ আমার-ই চিহ্ন
হয়ত তার-ই মাঝে থাকব তোমার এই আমি।
যদি কখনো দু’ চোখ ভেঙে অঝর ধারায়
নামে অশ্রু জল
হয়ত থাকবেনা কেউ, মুছে দিবে না
তোমার-ই নয়ন যুগল
হয়ত সেখানেই থাকব আমি তোমার-ই নয়নের অশ্রু হয়ে।
যদি কখনো রংধনু রাঙিয়ে যায়
তোমার আকাশ-
রংধনুর সাত রঙে হয়ত
থাকব এই আমি।
ভাবছ কি তুমি, এখনো আমার আকাশে
রাঙিয়ে যায় রংধনু?
এখনো কি বাশির সুরে
শিহরিত হয় আমার অঙ্গন?
ভাবছ কি তুমি এখনো আমার জীবন ক্যানভাসে
কেউ স্বপ্নের রঙে নতুন চিত্র আঁকে-
ভাবছ কি তুমি আজও ঐ নীলাকাশে
স্বপ্নের ঘুড়ি উড়ে?
ভাবছ, আজও কি ফোঁটে শিউলি ফুল
শোনা কি যায় দোয়েলের গানের সুর
আমার-ই ছোট কাননে?
এখনো আকাশে দেখা যায়
রোদের খেলা
পাখিদের মেলা
জানো কি আজ তবু কেন-
আমার জীবনাকাশ কাঁদে অঝর ধারায়।
এখনো ঘুরি ওড়ে পাশের বাড়ির ছাঁদে
এখনো ফুল ফোঁটে দোয়েলের গানের সুরে
ঐ দূর বাগানে-
তবু আজও সেই শিউলি ফুল আর ফোটে না,
শোনা যায় না দোয়েলের সুর-
শুধু আমার এই ছোট্ট কাননে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




