আমি নতুন ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সমস্যা হল, আমি কোন ব্র্যান্ডের কিনব, তা বুঝতে পারছিনা। ব্লগারদের কাছে আমার বিনীত অনুরোধ আমাকে সাজেশন দিন।
উল্লেখ্য, আমি ইতিমধ্যে DELL VOSTRO A860 ব্যবহার করেছি, কিন্তু কেনার ৮ মাসের মাথায় সমস্যা দেখা দেয়। এবং এখন প্রায় ১ বছর ৬ মাস অতিক্রম করতে চলেছে, কিন্তু এপর্যন্ত ৩ বার Service Center এ নিয়ে গিয়েছি। কিন্তু সমস্যা লেগেই আছে। সব থেকে বড় কথা, শেষবার ল্যাপটপ নিয়ে গেলে, Service Center থেকে বলা হয়, এই সমস্যা ঠিক হবেনা।
এখন যদি ল্যাপটপ কিনি, তাহলে কোন ব্র্যান্ডের কেনা ভাল হবে?
My Requirement:
Intel Core Processor (i3 or i5)
HDD-300GB+
RAM-3GB or more
Bluetooth, WiFi, LAN,WebCam

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




