মনে আছে তোমার, সেদিনের কথা?
কিছু গান আর কিছু কবিতা-
মনে আছে তোমার সেই রংধনুর
সাতরং এর মাঝে নতুন দিনের প্রত্যাশা।
মনে আছে সেই বিকেলের কথা?
টিপটিপ বৃষ্টিতে তোমার
বাসার সামনের কর্দমাক্ত রাস্তা-
দিগন্ত রেখার মাঝে মিলিয়ে যাওয়া
রবিতাপসের শেষ কিরণ-
হয়ত, নীড়ে ফিরে যাওয়া
পাখিদের কলকাকলি আর-
হারিয়ে যাওয়া-
আমাদেরই কিছু স্বপ্ন।
হয়ত তোমার কিছুই মনে নেই, ভুলে গেছ!
তুমি ভুলতে পারো, কিন্তু আমিতো পারিনা!
সকালের শিশির ভেজা প্রকৃতি, আজও ভাল লাগে,
ভাল লাগে বৃষ্টি ভেজা আমার শহর-
যে শহরে সবাই আছে, তবু কে যেন নেই।
আচ্ছা বলতো, মনে আছে তোমার
আমাদের সেই বন্ধুত্বের কথা?
যেখানে কেউ স্টক এক্সচেঞ্জের মত
লাভ ক্ষতির হিসেব কষত না।
কেউ স্কুলের মাস্টারের মত বেত হাতে
চোখ রাঙাতো না।
ভুলে গেছো! হয়ত তাই।
রসায়নের মৌলগুলোর নাম মনে আছে
আইন্সটাইনের আপেক্ষিকতাও মনে আছে
কিন্তু তোমার মনে নেই শুধু আমাকে।
কি অদ্ভুত তাই না!
আমিতো পিথাগোরাসের উপপাদ্য নই,
আমিতো আইন্সটাইনের আপেক্ষিকতাও নই,
আমি কিন্তু বিগ ব্যাং থিওরির মত দুর্বোধ্যও নই-
তাহলে মনে নেই কেন বলত?
মনে আছে সেই ছেলেটিকে?
যার শুধু তোমার কাছে ছিল একটি মাত্র চাওয়া,
সে তো ঢাকা শহরে ডুপ্লেক্স বাড়ি চায়নি,
সে তো নতুন মডেলের বিলাসবহুল গাড়িও চায়নি,
চেয়েছিল তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে।
তাকে সেই স্বপ্নটুকু দেখতে দেবেনা?
তুমি কি জানো, সেই ছেলেটি আজও স্বপ্ন দেখে
রাতের তারা ভরা আকাশের দিকে তাকিয়ে,
তুমি কি জানো, সেই ছেলেটি কিন্তু আজও অবুঝের মত
ভাবে তোমার কথা-
আপনমনে সে একটু একটু করে তৈরী করে
নিজের এক স্বপ্নের খেলাঘড় যেখানে তুমি আছো।
সাগরের ঢেউ ভেঙে দিয়ে যায় সেই ঘড়-
তবুও সে আবার গড়ে তুলতে চায় তোমার জন্য।
এই ভাঙা-গড়ার খেলা চলছে যেখানে
সেখানে তোমার পদচিহ্ন পরেনি, হয়ত পরবেনা কোনদিন
তবুও মনে রেখ শুধু সেই ভাঙা-গড়ার শিল্পীকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




