ব্লগে এই প্রথম সবার কাছে কিছু নিবেদন করছি, তবে নিজের জন্য নয়। এই নিবেদন এক বাবার জন্য। হয়ত আমাদের সবার সম্মিলিত প্রয়াসে আমরা আমাদের এই বাবাকে আবার ফিরে পেতে পারি।
আসিফ আহমেদ। মিরপুর ক্যান্টনমেন্ট এ অবস্থিত মিলিটারি ইন্সটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (MIST) থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন (Batch-CSE06, Student ID#2006-14-043)। তার বাবা জনাব আলাউদ্দিন সাহেবের স্বপ্ন ছিল ছেলে একদিন অনেক বড় হবে। তার স্বপ্ন পূরন করবে। হ্যা, সেই আসিফ তার বাবার স্বপ্ন পূরন করেছেন। একজন যোগ্য সন্তানের পরিচয় দিয়েছেন। কিন্তু আজ সেই বাবার জীবন ক্রান্তিকালে পৌছেছে। আসিফ আহমেদের বাবা বিগত বেশ কিছু বছর ধরে মুখের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কিন্তু সম্প্রতি মারাত্মক পর্্যায়ে পৌছেছে। তার সারামুখে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। যার চিকিৎসা এদেশে সম্ভব নয় বলে ডাক্তাররা জানিয়েছেন। ডাক্তারের পরামর্শে তাকে নিয়ে যেতে হবে ভারতের মুম্বাই এর Tata Memorial Cancer Hospital এ। কিন্তু এই চিকিৎসা অত্যন্ত ব্যায়বহুল যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তবে ডাক্তারের মতে, শুধু চিকিৎসা বাবদ তার খরচ হবে ১০ লক্ষ টাকার অধিক। এর সাথে রয়েছে হাসপাতাল খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যা তার পরিবারের জন্য বিশাল বোঝা হয়ে দাড়িয়েছে। আমি এই ইন্সটিউট এর একজন ছাত্র হিসেবে এই ব্লগের সকল বিবেকবান ব্লগার এর কাছে আমি এক মানবিক আবেদন জানাচ্ছি। আপনারা এই বাবাকে বাঁচিয়ে তোলার জন্য সাহায্যের হাত প্রসারিত করুন। আমাদের সামান্য অবদান, সামান্য কিছু সাহায্য হয়ত বাঁচিয়ে তুলতে পারবে আসিফ আহমেদের বাবাকে। আমরা কি আমাদের বাবা কে হারিয়ে যেতে দিতে পারি? নিশ্চয় নয়। আসুন আরেকবার মানবতার জন্য একটি পরিবারের পাশে দাড়াই।
ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেয়ার জন্য Trust Bank এর যে কোন শাখায় যোগাযোগ করুনঃ
Bank Account Information:
Asif Ahmed
Account Number: 00280310012329
Trust Bank Ltd.
Mohammad Alauddin
Account no: 0164101000198564
Dutch Bangla Bank LTD
নিবেদনেঃ
সকল ছাত্র ছাত্রীর পক্ষে
জ্যোতি চৌধুরী
রুম নং ৪১৬,
ওসমানি হল (Male Wing),MIST
মিরপুর ক্যান্টনমেন্ট,মিরপুর,ঢাকা-১২১৬
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




