ফিচার না, সামান্য কয়েকটা ঘটনা বলি আপনাদের...আমার এক বন্ধুর ছেলের আছে এই রোগ। বয়স যার মাত্র 9। 2মাস আগে তার এই রোগ ধরা পড়ে। বেচারা চকলেট খুব পছন্দ করে! কিন্তু..... না কুনো উপায় নাই। খায় না, মনমরা থাকে, সবচে প্রিয় জিনিস তো এখন বিষ। আমার বন্ধু জোর করে হাসানোর চেষ্টা করে, কিন্তু যার নিজেরই আছে একরাশ নিরানন্দ, সে কিভাবে দেবে আনন্দ!
আমার এক চাচা, খুব মজার লোক। প্রায়ই রাতে আসতেন....কই আমার ব্যান্ড; চল চল রাতে ঘুরবো, আগে নে এগুলো খা। একগাদা বিরানি, মাংস! খুব জোরে গাড়ি চালাতেন, যেন মাইকেল শুমাখার! উনি এখন ঘন্টায় 1কিলো ও চালাতে পারেন না তার হুইল চেয়ারটা। খুব ছোট্ট একটা পেড়েক ঢুকেছিলো তার পায়ে। পুরো পা ই-ঘ্যাচাং!
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস দিবস। সকালে পার্কে যাবো, দেখবো তাদের অনেকে ব্যায়াম শেষে গরম পরাটা-খাসি খাচ্ছে। খুব তৃপ্তি! তারপর সুন্নত, একবাটি দই আর দুটো রসগোল্লা; তাদের ও তো ইচ্ছা হয়; না! কোনো রিস্ক ফ্রিব্যবস্থাই কি নাই তাদের রসনা তৃপ্তির জন্য?!
আমার বন্ধু আর আমি আজ সকালে যাব তাদের জন্য। বলতে, আমাদের একজনের বাবা নেই, এই ডায়াবেটিস নিয়ন্ত্রনহীনতার কারনে। আপনাদের যদি ফ্যামিলি থাকে তবে প্লি্লজ! তাদের এতিম করবেন না।
গনধোলাই হয়তো হবে না, বেচে ফিরতে পারব বোধহয়! কেউ তো শুনবেই। আশা করতে দোষ কি?
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৬ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



