
বাংলা চলচ্চিত্র অঙ্গনের আশির দশকের নায়িকা কবরীর পর এবার নায়ক ওয়াসিম এর মৃত্যু! (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)
সোস্যাল মিডিয়াতে নায়িকা কবরীকে মোটামুটি সবাই চিনলেও নায়ক ওয়াসিমকে অনেকেই চিনেন নাই বা জানেন না বলতে দেখলাম। তাই অনেকে বলছে এই নায়ক আবার কে/কোথায় থেকে আসছে! আজকে প্রথম নাম শুনলাম!
হ্যাঁ, তাদেরকেই বলছি; নব্বই দশকের আগে ও পরের ছেলেমেয়েদের বিটিভির সোনালী সময়ের সোনালী দিনের নায়ক ছিলেন এই ওয়াসিম। আপনি নব্বই দশকের আগে ও পরের ছেলেমেয়ে না হলে এবং সেই সময়ের একটি মাত্র চ্যানেল বিটিভির দর্শক না হলে অবশ্যই নায়ক ওয়াসিমকে চেনাটা স্বাভাবিক। কারণ হয়তো নব্বই দশকের শেষে ওয়াসিম আর ছবি করেন নাই।
তবে আমরা যারা নব্বই দশকের আগে বা পরের ছেলেমেয়ে আমার/আমাদের শৈশব বিটিভিতে শুক্রবার বিকাল তিনটায় নায়ক ওয়াসিমদের সিনেমা দেখেই কাটছে।
যতদূর জেনেছি তিনি ১৫২ টির মতো সিনেমা করেন। কিডনিসহ নানান শারীরিক জটিলতার কাছে গতকাল রাত ১২ টায় হার মানলেন মৃত্যুর কাছে।
আল্লাহ ওনাকে দুনিয়াবি সকল জানা অজানা সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাত নসীব করুক।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


