
মুড়িঘন্ট এ কারণেই যে, এই পোস্টের মুভিগুলো কোনও একটা নির্দিষ্ট জেনারে ফেলা যাবে না। তারচেয়েও বড় কথা হলো, এই সবগুলো মুভিই সবাই অনেক আগেই দেখে ফেলেছে। আমিও অনেক আগেই দেখেছি, লেখার কথা মাথায় আসেনি, আর এলেও লেখা হয়নি। পাঠকেরা মুভিগুলোতে বা রিভিউয়ে বিশেষ কোনও নতুনত্ব না-ও পেতে পারেন, সেক্ষেত্রে আমি খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে বাধ্য থাকবো। (আসলে লেখার মত কিছু খুঁজে না পেলেই আমার খালি মুভি আর গান নিয়ে লিখতে ইচ্ছে করে হেঁহেঁহেঁ)
A Beautiful Mind

অসম্ভব অনুভূতিময় একটা ছবি। শুধু অনুভূতি ছাড়াও এই মুভিতে আরেকটা জিনিস পাওয়া যাবে, তা হলো, কাহানি মে টুইস্ট অর্থাৎ মুভির ঠিক ক্লাইম্যাক্স অংশে এসে গল্পটা যেভাবে মোড় নেয়... আসলেই বিউটিফুল! শুরুর দিকে দেখতে গেলে মনে হবে নেহাত একজন প্রতিভাধর গণিতবিদের গল্প, তার অঙ্ক, তার প্রেম, সিম্পল সাদাসিধে একটা স্টোরি... পরে গিয়ে দেখা যায় আরে, এ তো পুরাই উলটা কাহিনী! এনিওয়ে... খুব চমৎকার একটা ছবি। অনেকেই নিশ্চয়ই দেখেছেন, আর যারা এখনও না দেখার দলে আছেন, অবশ্যই ট্রাই করুন, ভালো লাগার কথা। এই মুভি দেখলে বড্ড মায়া হয় রাসেল ক্রো লোকটার জন্য (গ্রেট অ্যাক্টর, আই মাস্ট সে!), আর জেনিফার কনেলি তো সিম্পলি ওয়াও!
Download A Beautiful Mind
Revolutionary Road

শালার মুভি একখান! (এর চেয়ে ভদ্রস্থ বাংলা আর মুখে এলো না) কি যে অদ্ভুত লাগে ছবিটা দেখলে! এই ছবির প্রতিটা দৃশ্য আমি দেখেছি আর খালি একটা কথাই ভেবেছি, সামনে সুখী হবার এত অজস্র উপকরণ ছড়িয়ে ছিটিয়ে আছে তবু আরও সুখের পেছনে নিরন্তর ছুটতে গিয়ে মানুষগুলোর কি বেহাল দশা! মুভির লাস্টের দিকে গিয়ে রীতিমত মনটা খারাপ হয়, শুধু মনে হয় এরকম তো হবার কথা ছিলো না। মুভির (মুভির না বলে বোধহয় উপন্যাসের বলাই ভালো, যেহেতু এটা একটা উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি) কিছু অংশ খানিকটা রিডিকুলাস লাগতে পারে। এটা হচ্ছে ১৯৫০ সালে নিউইয়র্কের সাবআর্বান এলাকায় বসবাসরত এক দম্পতির কাহিনী যেখানে স্ত্রীটি মারাত্মক উচ্চাভিলাষী এবং ঝগড়াটে (কেট একেকটা দৃশ্যে এমন চিৎকার করে ঝগড়া করে যে দেখার সময় আমাকে কান থেকে হেডফোন খুলে ফেলতে হয়েছিলো!)।
ও হ্যাঁ, মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর।
Download Revolutionary Road
The Boy in Striped Pyajamas

এই মুভিটা নিয়ে ব্লগে অলরেডি অনেক লেখা হয়ে গেছে, অনেক ব্লগাররা শুধু এই একটা ছবি নিয়েই পুরো একটা পোস্ট দিয়েছেন, কাজেই আমি আর বেশি কিছু না বলি। এটাও অনেক মন খারাপ করা মুভি। সবই খুব চমৎকার, শুধু শেষ দৃশ্যে রোদের মধ্যে বৃষ্টি হওয়াটা দেখতে একটু অদ্ভুত লাগে (আমি আসলে বৃষ্টির দৃশ্যগুলোর চিত্রায়ণ/দৃশ্যায়ন নিয়ে খুব খুঁতখুঁতে, আমার ভয়ঙ্কর প্রিয় একটা বৃষ্টির দৃশ্য হচ্ছে দ্য নোটবুক মুভিতে যে বৃষ্টির দৃশ্যটা আছে ওটা। একেবারে আমাদের বাংলাদেশের বৃষ্টির মত লাগে দেখতে)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঊপরে এখন পর্যন্ত যতগুলো মুভি দেখেছি তার অনেকগুলোই খুব ভালো, আর সেরকম কয়েকটা মুভির মধ্যে এই নামটিও পড়ে বৈকি। ব্রুনো আর শ্মুয়েলের বন্ধুত্ব আর করুণ মৃত্যু আর ব্রুনোর মায়ের সন্তান হারানোর আহাজারি... এটা আসলে মুভিটা না দেখলে বোঝা যাবে না।
২য় বিশ্বযুদ্ধের উপর আরেকটা মুভি দেখেছি সম্প্রতি তা হলো The Inglorious Basterds, এটাও খুবই ভালো মুভি, আমার মত ওয়ার জেনারের মুভির ভক্তরা অবশ্যই দেখতে পারেন। আর এটা নিয়ে ব্লগার ছন্নছাড়ার পেন্সিলের দারুণ একটা পোস্ট আছে , সেটাও পড়তে পারেন।
Download The boy in striped pyajamas
Bitter Moon

এটা হচ্ছে একটা রোমান্টিক জেনারভুক্ত রোমান্টিক তথা ইরোটিক মুভি। দ্য পিয়ানিস্ট দেখার পর থেকেই আমি পোলানস্কি সাহেবের মহাভক্ত, কাজেই এই মুভিটার কাছে আমার প্রত্যাশা ছিলো অনেক বেশি, কিন্তু সেটা ঐভাবে মেটেনি (হয়তো এটা আমার দোষ, আমিই বুঝিনি ছবিটা)। আসলে এমনিতে মুভিটা ভালো শুধু শেষের দিকে এসে (বিশেষতঃ ফিনিশিংটা) একটু 'খাবো না মাথায় দেবো' টাইপ লাগে আর কি। তবে এখানে কাহিনীর যাকে বলে 'ডেপিকশন' সেটা সত্যিই খুব চমৎকার, কিভাবে একজন মানুষ পাগলের মত একটি মেয়েকে ভালোবাসে, তাকে সর্বস্ব দিয়ে চায় কিন্তু একবার যখন পুরোপুরি পেয়ে যায় তখন আর তার কদর করে না, সেটা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, ঠিক যেন বাস্তবের মত করে। চরিত্রগুলোর অভিনয়ও দারুণ, বিশেষ করে হিউ গ্রান্টের 'ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনে' মার্কা চরিত্রে অ্যাক্টিং তো সুপার্ব।
Download Bitter Moon
Stardust

পুরাই ফিকশন গোত্রীয় ছবি। ফিকশনের চেয়েও আমি বলবো এটা আসলে রূপকথার গল্প নিয়ে তৈরী। তারার দেশের একটি মেয়ের কাহিনী, কিভাবে সে কক্ষচ্যুত হয়ে পৃথিবীতে এসে পড়ে আর তারপর নায়ক ত্রিস্তান তাকে উদ্ধার করে, শেষে কিভাবে তারা আর সবাইকে হারিয়ে উভয়েই তারার রাজ্যের অধিপতি হয় এই নিয়ে ছবি। নেহাত শিশুরাও এই ছবি দেখলে পছন্দ করবে। আসলে এই ধরনের মুভিতে গ্রাফিক্সের কাজ ভালো না হলে ঠিক জমে না, আর এই ছবিতে গ্রাফিক্সের কাজ সত্যিই খুব ভালো কাজেই কমবেশি সবারই ভালো লাগার কথা। নায়িকা চরিত্রে অবশ্য ক্লেয়ার ডেনসকে খুবই থুত্থুরে বুড়ির মত দেখায় (নায়কের পাশে তাকে নায়কের খালাম্মার মত দেখিয়েছে)
Download Stardust
************************
বহুত প্যাঁচাল পাড়লাম, মুখ ব্যথা করতেসে। এবার আপনারা শুরু করেন, আমি শুনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


