ইংল্যান্ডের ইতিহাসই বলি আর মোঘল ইতিহাস, সব যায়গাতেই দেখেছি নতুন সম্রাট গদিতে চরলে পূর্ববর্তী রাজা কিংবা সম্রাটের মন্ত্রি-নায়েব-কোটালদের ভাগ্যে থাকতো অবধারিত শিরচ্ছেদ । কারও ভাগ্য যদি কিছুটা সুপ্রসন্য হত তবে, সে আঁধারভরা কারাগারে শেষ নিশ্বাস ত্যাগের অপার সৌভাগ্য লাভ করতো। বাংলাদেশের ইতিহাস দেখি বেশ আলাদা !
ব্যারিস্টার মওদুদঃ ইনি ছাত্রজীবনে এনএসএফ করতেন, বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলায় ব্যারিস্টার আমিরের সহকারী ছিলেন, আওয়ামি লিগের মনোনয়ন পেতে ব্যর্থ হলেও কবি জসীমউদদীনের জামাই হওয়ায় বঙ্গবন্ধু ওনাকে পোস্টমাস্টার জেনারেল করেছিলেন, ইনি জিয়াউর রহমানের মন্ত্রী ছিলেন, ছিলেন এরশাদের প্রধানমন্ত্রী-উপরাষ্ট্রপতি, খালেদার আইনমন্ত্রী, আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কাজ করেছেন রাজাকারদের আইনজীবী হিশেবে।
বি.দ্রঃ মোঘল আমলে দেখেছিলাম হেরেমের সম্পদের উপর পরবর্তী সম্রাটদের অধিকার থাকতো। হেরেম বাসিনীরাও বেশ মানিয়ে উঠতেন নতুন সম্রাটের সাথে । ইতিহাসের ধারা যদি অপরিবর্তিত থাকে, তা হলে কি মওদুদ সাহেব হেরেমের সম্পত্তি হিসেবে হাত বদল হচ্ছেন !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




