হুমায়ূন ফরীদি যখন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে পড়েন, সে সময়ের কাহিনী ।
ক্লাস হচ্ছে। লেকচারার ক্লাস নিয়ে চলেছেন । হঠাৎ ছাত্রদের মধ্য থেকে একজন বাম দিকে হালকা হেলে আয়েশি ভঙ্গিতে বেশ জোড়েই বলে উঠলো, ‘ওই থাম। তোর ক্লাস লওয়া হয় না।
মুহূর্তেই পুরো ক্লাস থমথমে । স্যার একবার তাকালেন ছাত্রটির দিকে। তারপর খুব অল্প সময়ের মধ্যে ক্লাসের পাট চুকিয়ে বের হয়ে গেলেন ক্লাস থেকে।
একটু পর সবাই ছেঁকে ধরলো ছাত্রটিকে। সবাই জিজ্ঞেস করছে- ‘এইডা কি করলেন ভাই ! আপনে স্যাররে এমন অপমান করলেন .........”
ছাত্রের উত্তর, ‘ তোরা আমারে ভাই ডাকস ক্যান ?’
সবার উত্তর, ‘আপনে আমাদের সিনিওর তাই।‘
ছাত্রের উত্তর, ‘তোদের ওই স্যার আমার ক্লাসমেইট। আমি ফেল কইরা কইরা তগো লগে আইসি। উল্টা ফুল্টা পড়াইতাছিল তাই থামায় দিসি।’
কেউ কি জানেন এই ছাত্রটি কে ? ইনি আমাদের হুমায়ূন ফরীদি।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




