আমি ছোটবেলা থেকেই বেশ অভাগা গোছের। রাস্তার পাশে সাপের খেলা দেখতে হয়তো দাঁড়িয়েছি, যে লোক খেলা দেখাতো, সে অন্য ছোট বাচ্চাদের সাথে আমাকেও বের করে দিত। কারণ দর্শাতো, খেলার শেষে নাকি তার এক মহিলা গুরুর ছবি দেখানো হবে, যার ছবি মহিলা এবং ল্যাদা-পুলাপাইনের দেখা মানা !!
পরে অবশ্য ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। মহিলা আর বাচ্চাদের কাছে আসলে টাকা থাকে না। তাই তাদের জটলায় রেখে লাভ নাই। আর মহিলা গুরুর ছবি, তার উপরে আবার বাচ্চাদের আর মহিলাদের দেখানো যাবে না- এ কথাগুলো লোক ধরে রাখার টনিক হিসেবে কাজ করতো। খুব কম লোকই এ আকর্ষণ অগ্রাহ্য করতে পারতো।
রাস্তার পাশে এখনো জটলা বাধে কোন জটলার ভেতর থেকে ‘রাখ ! রাখ ! রাখ !
আস্তে আস্তে বাইর হ সাপ। লোকে তোরে দেখতে চায়’ কথা গুলো কানে এলেও জটলার ভেতরে আর ঢোকা হয় না । জটলা থেকে বিতারিত কোন পিচ্চিকে দেখি। তার 'বাক্সে বন্ধি থাকা বেলুচিস্তানি সাপ দেখা'র আশা ভঙ্গের সঙ্গী হই ..............
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ ভোর ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




