১৯৪৬ সালে ভারত- পাকিস্তান ভাগের প্রক্কালে যখন হিন্দু মুসলমান দাঙ্গা লেগেছিল, তখন মহানায়ক উত্তম কুমার নিজের লেখা এবং সুর করা এ গানটি বিভিন্ন যায়গায় গাইতেন। ইংরেজ সরকারের এই 'Divide and rule policy' মহানায়ক বুঝতে পেরেছিলেন বেশ। বহু বছর পর এখনো পুরনো বোতলে নতুন মদ ঢোকে। আমরা তা গিলে মাতাল হই। বিভেদ-বিভাজন স্থান করে নেয়, দূরত্ব বাড়ে আমাদের মাঝে। জানি না আমরা কবে বুঝতে পারবো এসব...
মাথায় কাঠালের আঠা বড় বিরক্তিকর।
'হিন্দুস্তান মে কেয়া হ্যায় তুমহারা
ও বৃটিশ বেচারা
আভি চালি যাও ইংল্যান্ড বাজা কার ব্যান্ড
মন্দির মন্দির মে পূজা আরতি
মসজিদ মে শুনো আযান পুকার্তি
দিলকে দিলাও মিল হিন্দু মুসলমান
সারি হিন্দুস্তান মে আয়ি তুফান
গারিবো কি দুখ হোগি আসান।'
( হ্যাটস অফ উত্তম কুমার )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




