ছবির নাম নায়ক। রিলিজ 1966 সালে। সত্যজিৎ রায়ের ফিল্ম। শতকরা আশি ভাগ শুটিং চলন্ত ট্রেনে। স্টার কাস্টিং, উত্তম কুমার-শর্মিলা ঠাকুর ।
সত্যজিৎ রায়ের ছোট গল্পের ফ্যান বহু আগ থেকেই। তবে এই প্রথম সোলারয়েড ফিতায় তার ছোট গল্পের বুনোন দেখলাম। অসাধারণ অভিনয়, অনবদ্য স্ক্রিপ্ট, তুমুল ক্লাইম্যাক্সে মোড়া দারুন এক মুভি 'নায়ক। অভিনয় গুরু-পাড়াতো দাদার বাঁধা অমান্য করে মঞ্চ ছেড়ে বাংলা সিনেমার জগতে পা রাখা এবং অন্য শক্তিশালী অভিনেতাদের পায়ে ল্যাং মেরে জনপ্রিয়তার শীর্ষে ওঠার কাহিনী 'নায়ক।' আবার একজন তারকা নায়কের প্রতিমুহুর্তে পা হড়কে পরে যাওয়ার ভয় আর সিনেমা নিয়ে নিজের ভাবনা গুলো নিয়ে এক্সপেরিমেন্ট গুলোকে নিয়ে inner conflict এ ভোগা একজন নায়কের কাহিনী 'নায়ক।' শর্মিলা ঠাকুর কৌশলী সাংবাদিক চরিত্রে একজন চাঁছাছোলা, নিপাট নায়কের ভেতর থেকে ভীষণ অরোমান্টিক, বাস্তববাদী, কতকটা কদর্য এক নায়কে আবিষ্কার করেছেন ঠিকই কিন্তু এক অদৃশ্য বাঁধনে আটকে পরেই সেই কাহিনী নিজের কাছেই গোপন রাখেন।
একজন সুপার স্টারের নিঃসঙ্গতা আর দুঃখবোধের কাহিনীকে উপজীব্য করে ১৯৬৬ সালে বাংলা সিনেমার পর্দায় এমন আধুনিক চলচিত্র, এখনকার সময়ের বাংলা সিনেমার পর্দায় বিরল বললে ভুল হবে। অনুপস্থিত ।
সত্যজিৎ চির আধুনিক। চির আধুনিক উত্তম কুমার । জয়তু সত্য-উত্তম জুটি ।ছবির নাম নায়ক। রিলিজ 1966 সালে। সত্যজিৎ রায়ের ফিল্ম। শতকরা আশি ভাগ শুটিং চলন্ত ট্রেনে। স্টার কাস্টিং, উত্তম কুমার-শর্মিলা ঠাকুর ।
সত্যজিৎ রায়ের ছোট গল্পের ফ্যান বহু আগ থেকেই। তবে এই প্রথম সোলারয়েড ফিতায় তার ছোট গল্পের বুনোন দেখলাম। অসাধারণ অভিনয়, অনবদ্য স্ক্রিপ্ট, তুমুল ক্লাইম্যাক্সে মোড়া দারুন এক মুভি 'নায়ক। অভিনয় গুরু-পাড়াতো দাদার বাঁধা অমান্য করে মঞ্চ ছেড়ে বাংলা সিনেমার জগতে পা রাখা এবং অন্য শক্তিশালী অভিনেতাদের পায়ে ল্যাং মেরে জনপ্রিয়তার শীর্ষে ওঠার কাহিনী 'নায়ক।' আবার একজন তারকা নায়কের প্রতিমুহুর্তে পা হড়কে পরে যাওয়ার ভয় আর সিনেমা নিয়ে নিজের ভাবনা গুলো নিয়ে এক্সপেরিমেন্ট গুলোকে নিয়ে inner conflict এ ভোগা একজন নায়কের কাহিনী 'নায়ক।' শর্মিলা ঠাকুর কৌশলী সাংবাদিক চরিত্রে একজন চাঁছাছোলা, নিপাট নায়কের ভেতর থেকে ভীষণ অরোমান্টিক, বাস্তববাদী, কতকটা কদর্য এক নায়কে আবিষ্কার করেছেন ঠিকই কিন্তু এক অদৃশ্য বাঁধনে আটকে পরেই সেই কাহিনী নিজের কাছেই গোপন রাখেন।
একজন সুপার স্টারের নিঃসঙ্গতা আর দুঃখবোধের কাহিনীকে উপজীব্য করে ১৯৬৬ সালে বাংলা সিনেমার পর্দায় এমন আধুনিক চলচিত্র, এখনকার সময়ের বাংলা সিনেমার পর্দায় বিরল বললে ভুল হবে। অনুপস্থিত ।
সত্যজিৎ চির আধুনিক। চির আধুনিক উত্তম কুমার । জয়তু সত্য-উত্তম জুটি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




