
মহা নায়িকা সুচিত্রা সেনের জন্য ভক্তদের ভালবাসার শেষ নেই। এই ভালবাসার টানেই যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরে শুরু হচ্ছে দুইদিন ব্যপী সুচিত্রা সেন চলচিত্র উৎসব। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ র উদ্দ্যোগে আগামী ১১ সেপ্টেম্বর সন্ধা ৭টায় বহিঃবিশ্বে দক্ষিণ এশিয়ার প্রবাসীদের মিলন স্থান জ্যকসন হাইটের পালকি পার্টি হলে শুরু হবে উৎসব। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের
উদ্বোধন করবেন জাতিসংঘে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্র দূত এ কে আব্দুল মোমেন। উদ্বোধনী পর্বে কিংবদন্তি সুচিত্রা সেন ও বাংলা চলচিত্র নিয়ে বলবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কবির আনোয়ার। উত্সবে প্রথম দিন সাগরিকা প্রদর্শিত হবে। উৎসবে সুচিত্রা -উত্তম অভিনীত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানান উৎসব কমিটির আহবায়ক গোপাল সান্যাল। তিনি বলেন ইতিমধ্যেই সুচিত্রা সেন'র ছবি সম্বলিত পোষ্টার ও ব্যনার দিয়ে নিউইর্য়কের বাঙালী অধ্যাসিত এলাকায় প্রচার চলছে।
সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে নিউইয়র্ক প্রবাসী চলচ্চিত্র পরিচালক কবির আনোয়ার বলেন সুচিত্রা বাঙালী নারীর আইকন। উত্তম-সুচিত্রা চিরতরুণ।তার জনপ্রিয়তা নির্দিষ্ট ভৌগলিক সীমানায় আটকে থাকেনি।দুই বাংলা সহ গোটা বিশ্বের বাংলা ভাষাভাষীর কাছে তিনি স্বপ্নের রাজ কুমারী। এই উৎসব নি:সন্দেহে প্রবাসী বাঙালী মনে দোলা দেবে।
উল্লেখ কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন দেশ ভাগের পর পারিবারিক ভাবে কোলকাতায় স্থায়ী হলেও সুচিত্রা তথা রমা দাস গুপ্তের জন্ম ১৯৩০ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনায় । শিক্ষা জীবনের শুরু,শৈশব,কৈশোর কেটেছে পাবনার জনপদে।
Link:https://www.facebook.com/events/1699164373649919
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




