News:
Suggestions of experts, UZ chairmen ignored
from The *Daily Star*: Internet Edition
Ignoring experts' advice and the demand of newly-elected chairmen and vice-chairmen of upazila parishads, the House yesterday passed the Upazila Parishad Bill, 2009, giving local legislators power over upazila parishads.
আসলে এটা খুবি হতাশাজনক। স্থানীয় সরকার ব্যবস্থা রাষ্ট্রের শাসন বিভাগের একটি তৃণমূল স্তর। আর সংসদ সদস্যরা হলেন আইন বিভাগের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা। আর একটি রাষ্ট্রে সরকারের তিনটি বিভাগ আলদা থাকা উচিত; যদিও মন্ত্রীশাসিত ব্যবস্থায় শাসন বিভাগের প্রধান (প্রধানমন্ত্রী) এবং তার মন্ত্রীপরিষদ আইন বিভাগের কাছে দায়বদ্ধ এবং আইন ও শাসন বিভাগ এক্ষেত্রে আলাদা নয়। কিন্তু অন্যান্য স্তরে এই ২ বিভগ আলাদাই থাকা উচিত। কিন্তু সরকার এটা কি করল?! এটা করা মোটেও ঠিক হয় নি। এতে শাসন বিভাগ তৃণ্মূল স্তর থেকে ক্ষতিগ্রস্ত হবে এবং এর উদ্দেশ্য সফল হবে না। সংসদ সদস্যদের কাজ এলাকার উন্নয়ন করা নয়; তাদের কাজ আরো বৃহৎ, তারা দেশের জন্য আইন তৈরি গুরুদায়িত্ব পালন করেন। তারা উপজেলা চেয়ারম্যানের কাজে হস্তক্ষেপ করার কোন মানে দেখিনা। মনে হয় ভোটব্যাঙ্ক ঠিক রাখার জন্যই এটা করা হল
বরং সরকার যেটা করতে পারত; স্থানীয় সরকারকে একটি হায়ারার্কিক্যাল অরগানাইজেশনের দিকে নিয়ে যাবার জন্য উপজেলা পরিষদের উপরে জেলা পরিষদকে রেখে সরকারের শাসন বিভাগের মূল অংশের সাথে তৃণমূল স্তরকে যুক্ত করে একে একটা কার্যকর রূপ দিতে পারত। কিন্তু তা না করে তারা আবার পেছনের দিকেই চল্লেন! আর আমরা তো দেখছি ই যে সরকার বিচার বিভগকেও শাসন বিভাগ থেকে আলদা করতে চাইছে না। এরকম করতে থাকলে দেশের গণতন্ত্র আরো অধঃপথে পরিচালিত হবে। আমরা এটা চাইনা! চাইনা!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



