
অরণ্যে এসেছে সময় পাতা ঝরার-
অনেক দিনের ইচ্ছে -
এবার হেঁটে যেতে চাই হলদে পাতার বুকের উপর দিয়ে –
পায়ে পরে ছোটবেলার বুটজুতো।
হাঁটতে চাই একা, চাই না কেউ না আসুক সঙ্গে।
এ’ কবিতা কোনও সামাজিক আন্দোলন কিংবা বিক্ষোভের কিংবা সার্বজনীন কথা নয়-
লিখছি ব্যক্তিগত খুব একান্ত ব্যক্তিগত কথা।
আমি জানি আমি হাঁটছি না কোনও জঙ্গলে এবারেও-
কোনো শীত আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে না অলৌকিক কোনো পাহাড়ে;
আমি কেবল
মস্তিষ্কের পেছনে চাপ দিচ্ছি মনে মনে -
আর চেষ্টা করছি কেবল লিখবার, তিনবার দিনে দুঃসময়ের কবিতা।
যদি কেউ খুঁজে পাও এখানে তোমাদের কথা, সে দায় আমার নয়-
সে কথার বন্ধুত্ব আমি গ্রহণ করব না-
করব না আপন কথার অংশীদার আর কাউকে-
আমার মত একই ধরনের কথা বুকের মধ্যে নিয়ে
আমার মত একই ধরনের ইচ্ছে মনে নিয়ে আরও কেউ হাঁটতে চায় অরণ্যে;
আমি চাই না সে চলার সঙ্গী।
আমি যাব না আমি জানি-
তবু জঙ্গলে আসবে নিশ্চুপ শীত -
কোথাও-বা জ্বলে উঠবে মশাল- গুহার মধ্যে ওম নেবে নেকড়ে ছানারা -
আমি শুধু হাঁটব না -
জঙ্গলে -
একলা-
পরে ছোটবেলার জুতো।
০১ লা নভেম্বর, ২০২১
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




