
নিজেকে যখন ছাপোষা লাগে -
তখনো মনে হয় -
ক'দিন পরেই আমাকে ডাকবে লিবিয়া কিংবা আফগান।
অথচ
নিজের ভেতরের উপমহাদেশীয় বিপ্লবী'কে -
মেরে ফেলেছি - সেই কবে!
রিক্সা পেলে, বাসে না যেতে হলে; ভালো লাগে।
এদিক সেদিক এড়িয়ে -
কোনোমতে দিনটা পার করে দিতে পারলে; ভালো লাগে।
মাছের সাথে ঘন ডাল পেলে; ভালো লাগে।
এমন আর কখনো মনে হয় না-
কখনো সমুদ্রে যাই নি,
একবার চোখ ভ'রে জল দেখতে না পেলে কাঠ হয়ে যাবে চোখ।
বন্ধের দিনে-
ইচ্ছে করে না একটা বই খুলে পড়ি- দাড়ি কাটি - কিংবা হেটে আসি একবেলা।
আমি এখন জীবনানন্দের কোন বইয়ের
কোন পৃষ্ঠার মতন-
জীবন যাপন করি; জানি না।
তবুও-
এখনো মনে হয় -
একদিন কেউ এসে বলবে;
এই অন্ধকারে -
জন্ম রাতের মতন বৃষ্টির;
ঠিক কী মানে ...
[ ছবিটি ২০১৬'র]
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



