
আমরা যারা মনে করি যে, এই এত অল্প কিছুর জন্য পৃথিবীতে আমরা আসিনি
এই এত স্বল্প অক্সিজেন, অল্প আলো আর স্বল্প সকালের জন্য আমরা আসিনি -
আমরা যারা মনে করি এত অল্প প্রেম আর নাতিদীর্ঘ ভালোবাসা আমাদের পোষাবে না
যারা মনে মনে হাজার পদ্মের ঘ্রাণ খুঁজি
আমরা যারা চাই চাই আরো জীবন
আর পৃথিবীতে শান্তি আনায়নের মহাপরিকল্পনা করি রোজ!
যারা ভাবি বাংলায়, ইংরেজি, আরবি আর ফারসিতে
দেখি ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবনকণা
আর ধারণ করি নিজের বুকে সমুদ্রের চেয়েও বড় বড় সমুদ্র!
যারা জানি-
পোষাবে না এত ঠুনকো চুমু আর পলকের দুপুরে!
মনে রেখো আমাদেরকেই ছুঁবে না বৃষ্টির জল
আমাদের হাতে থাকবে না আয়ুর রেখা
আমাদের নেই ঘরে কোনো দরজা জানালা
আমাদের নেই নিজস্ব দেশ ভাষা কিংবা পাড়া মহল্লা
আমরা যাযাবর নিজের ঘরে - আমরা উদ্বাস্তু
আমরা থাকি জলের থেকে খুব দূরে
আমরা থাকি অনাদৃততায়
আমাদের ঘরেই নেই ফলস সিলিং
আমাদের বুকেই নেই পরিপূর্ণ বাতাস
দেখো, ঠিক একদিন খুব অচিরেই
আমাদের দেখেই ঘুরে যাবে সামুদ্রিক বেসামাল বাতাস
আমাদের, এই আমাদেরই মৃত্যু হবে বিশাল হাহাকারে মরুর মতো।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


