এ আর নূতন কী?
এরকম হয়েছে বারবার, কতোবার!
হানেয়ার চোখে ভয় পায়নি আমার পূর্ব পুরুষ;
মৃত্যু নিশ্চিত জেনেও ক্লাইভ লয়েডের চাবুকে ভীত হয়নি,
ইয়াহিয়ার অপারেশন সার্চলাইটে ভাইয়ের লাশ মাড়িয়ে যুদ্ধে গেছে সাহসে
এরশাদের ট্রাকের নিচে মিশে গেছে দীপালি সাহা
এঁদেরই উত্তরাধিকার আমার রক্তে;
ভার্চুয়াল মাঠে রাজাকার আলবদরের ছানাপোনাকে ছেড়ে দেবো না
প্রতিবাদ করে যাবো প্রতি মুহুর্তে, নানান ভঙিতে;
শুকরকে কেমেস্ট্রির রসায়ন নয়, লাত্থি মেরে বোঝাবো – তুই শুকর
দূরে থাক পবিত্রস্থান থেকে।
কর্তৃপক্ষের এসব চোখ রাঙানিতে ভীত নই মোটেও,
হুইসেলের শব্দে থামিনি কখনো, থামবো না
খুন হলে নানান নামে আসবো ফিরে,
বারবার।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



