তুমি কি আমাকে আর আগের মতো ভালোবাসনা?
কিংবা ভুলে গেছ আমায়?
অথচ আমি তোমাকে কিছুতেই ভুলতে পারি না।
এই যে সংঘবদ্ধ গালিবাজ চক্রটি-
বার ভুঁইয়া কিংবা চব্বিশ-
তোমার নামে অপপ্রচার চালাই,
দেখে আমার প্রচন্ড ক্ষোভ হয়।
কিন্তু আমি কিছুই করতে পারিনা-
কারন আমার হাতে কোন ক্ষমতা নেই।
শুধু মন খারাপ করে বসে থাকি,
কিংবা শুয়ে।
কিংবা হাঁটতে হাঁটতে তোমার কথা ভাবি,
নীল সাগরের পাড়ে দাড়িয়ে তোমার কথা ভাবি,
নীল আকাশের দিকে তাকিয়ে তোমার কথা ভাবি,
আর ব্যথায় নীল হয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




