লিখি কেন? ব্লগতো পরের কথা। ব্লগে কেও মনের কথা লিখেন জানাতে চায়, কেও প্রতিদিনের পত্রিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাতে চায়- এর পেছনে কারণ কী? লিখার জন্য লিখি, না নিজেকে ঝালাই করার জন্য লিখি, না পৃথিবীকে ঝালাই করার জন্য(ঝালাই কথাটা পজিটিভ অর্থে), নিজেকে প্রকাশের জন্য, না সৃষ্টিকে প্রকাশ করার জন্য।
আবার কতটুকু প্রস্তুতি নিয়ে লিখি?
এটাকে বলতে পারেন আঁতলামি, তবে এই লেখার উদ্দেশ হল সবকিছুর একটা দর্শন থাকা প্রয়োজন। কারণ প্রকাশটা স্বভাবজাত, তবে আদর্শিক হলে স্থায়িত্ব পায়।
এই অপ্রয়োজনীয় প্যাচালগুলোই আমাদের অশান্ত মনকে শান্ত করতে পারে, উপহার দিতে পারে একটা সুন্দর পৃথিবী।
তবে শুধু পড়িলে হবে না, ইহার চর্চাতেই হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




