১৬ ডিসেম্বর বিজয় দিবস। ঢাকার আকাশে হেলিকপ্টার, সাই সাই ওড়ে যায় যুদ্ধ বিমান। অনেক প্রস্তুতি। ১৬ তারিখ সকালে তোপধ্বনি হবে। অনেক আনুষ্ঠানিকতা। অনেক বাণী। অনেক অনুষ্ঠান। অনেক মাইক বাজবে। শরীরের লোম গুলো আবার অনুভূতি প্রবণ হয়ে উঠবে। আমরা দেশপ্রেমিক হয়ে উঠবো। অনেক কিছু। টিভিতে যুদ্ধের নাটক সিমেনা দেখেবা কনসার্ট দেখবো। নতুন জামা। সংবাদপত্রের বিশেষ সংখ্যা।
অনেক প্রস্তুতি
আসুন আনুষ্ঠানিকতাপ্রিয় হুজুগে বাঙালী সন্তানেরা আসুন বিজয় দিবসে আমরা ঢাকা মেডিকেলসহ সারা বাংলাদেশের সব সরকারী হাসপাতালগুলো ভিজিট করি। দেখি সেখানে বিজয় কতখানি হল।
দেশের গরিব, অশিক্ষিত দুর্বল জনগণের জন্য কতটুকু বিজয় স্পোশাল অজর্ন হল স্বাধীনতার এত বছর পরে।
১৬ তারিখে যেসব ব্যক্তিবর্গ বলবেন, `দেশ এগিয়ে যাচ্ছে' তাদের বলব ধন্যবাদ তাহলে এখন থেকে সরকারী হাসপাতালেই চিকিৎসা সেবা নিবেন।
ঢাকা মেডিকেলে গেলে তো আমার ভাল লাগে না । আমরা মানুষ শালার এত খারাপ! যারা যান নাই , বিজয় দিবস টা এইখান থেইকাই শুরু কইরেন। তাইলে আর নতুন কাপড় পইড়া ঘুরবেন না।
দেশপ্রেমিক ভাইবোনেরা, এ্যাপোলো আর স্কয়ার দিয়া চিকিৎসা সেবার বিজয় অর্জন সম্ভব কি? টাকা তো ভাই গাছে ধরে না। বেসরকারি ব্যবসার কথা বলবো না। ভাই সরকার আমাগো চিকিৎসা সেবা দিক।
সরকারী হাসপাতালে ডাক্তারের চেয়ে দালাল দেখি বেশি। আসুন চিকিৎসা সেবার উন্নয়ণ করি।
তাই তথাকথিত বিজয় দিবসের মজমস্তি না কইরা আসুন চিন্তা করি বিজয় দিয়া আমরা কী করলাম? আমি তো একটা বিষয় বললাম। আপনেরা নানা বিষয় নিয়া ভাবেন।
দেশ পাইছি ভাই। দেশ তো ৭১-এ পাইছি। দেশ রে কি দিলাম ভাই।
জয় হোক বাংলাদেশের সকল সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




