দূরে কোথাও ডাকছে রাতের পাখি
দুধ সাদা আকাশ জুড়ে আছে উজ্জ্বল চাদ
পাতার ফাকে বাজছে কোন মধুর সুর
কি আশ্চর্য নিগুঢ় ভাবনায় দুবে ছিল মন।
এমনি এক ক্ষনে ভালবাসা এসেছিল
লাল পুরু ঠোটে ছিল দুঃখ ভেজা রঙ
চোখের জলে ছিল পৃথিবীর বিশালতা
খুব পুরোনো অভিশপ্ত জাহাজের দুর্ভাগ্য নিয়ে
গর্বিত ছিল সে, লাল কৃষ্ণচুড়ার মতো
তাই হয়ত ঝরে গেল ফাগুনের প্রথম প্রহরে,
সে এসেছিল আমায় পরাজিত করে
বাধ ভাঙ্গা জোয়ারে হারিয়েছিলাম নির্লিপ্ততা
ঠিক যেন চাদের সিড়ি বেয়ে ওঠা
কালো আকাশের শুন্যতা পানে।
চিরসবুজ বনে তাই আজ রাজ্যের খেদ
বাতাসে কেবলি বাজছে করুন সুর
ওরা গাইছে আর ছবি আখছে
একটা হারানো মানুষের ছবি
তার কান্নার ছবি, ভালবাসার ছবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




