এক নিমিষেই নির্যর এর স্বপ্ন ভংগ হবে
উদ্বেলিত হৃদয়ের বাধ ভাঙ্গা উচ্ছাস
ছড়িয়ে পড়বে এক পাথর থেকে অন্য পাথরে
নীলাকাশ থেকে নেমে আসবে লাল আবীর
ঘন বেগুনি রঙ ধীরে ধীরে হবে গোলাপী রঙ
জন্মান্ধের মতো চোখ মেলে চাইব সুর্যাস্তের মাঝে
রঙের মাঝে ডুবে হারাবো সব-
সমুদ্র,বেলাভুমি,গাঢ় সবুজ চোখে পড়বে না কিছুই
শুধু একটি বারের জন্য যদি পাই-অধরে তোমার স্পর্ষ
ধুলো জমা সেতারে বাজবে নতুন কোন সুর
মৃদু স্ফুরনে ফিরে আসবে নতুন যৌবন যেন
আতর এর মতো ভেসে বেড়াব পুরো সন্ধ্যা।
আজ রাতে যদি পাই প্রিয়ার চুম্বন- শুধু একটি বারের জন্য
এই জীবন নিয়ে আবার আসতে রাজী আছি আমি
অসীম বিরহের পথ অতিক্রমের শক্তি পাবো তবে
রক্ত ভেজা ক্ষত বিক্ষত পায়ে দাড়াবো দুয়ারে তোমার
আসুক যতই দীর্ঘ বিচ্ছেদ,অবহেলার কঠিন দাহ।
আমি প্রস্তুত, আমি শপথ করছি
যদি পাই একটা চুম্বন – ধন্য হবে জন্মান্তর
গোড়া থেকে শুরু করবো আবার
পশ্চিমে সুর্য ডুবেছে বহুক্ষন- তবুও রঙ্গিন পুবের আকাশ
মনে আছে আত্মবিশ্বাস- আজ আমি পাবোই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




