তোমাকে মাতাল হতেই হবে এখন,
সব কিছুই তো এখানে আছে ... তবুও
এটাই একমাত্র প্রশ্ন, তুমি কি হবে ?
দেখো সময়ের কঠিন বোঝা তোমাকে গুড়িয়ে দেবে,
নুইয়ে দেবে মাটির দিকে তীব্র শক্তিতে
এ কষ্ট যাতে অনুভব না হয়
তাই তোমাকে মাতাল হতে হবে, অনন্ত কাল ধরে
বন্ধু, কিসে মাতাল হবে তুমি?
মদ, কবিতা অথবা প্রাচুর্য যেটা তোমার পছন্দ
কিন্তু তবুও তুমি মাতাল হও
যদি কখনো প্রাসাদ এর কোন সিড়িতে
ভেজা সবুজ ঘাসের মধ্যে, অথবা
ঘরের নির্জনতায় তুমি জ়েগে ওঠো
মনে হয় তোমার নেশা কমছে অথবা কেটেই গেছে .....
তখন জিঞ্জেস করো
বাতাস, নক্ষত্র, ঢেউ, পাখি, ঘড়ির কাছে
জিঞ্জেস করো এমন সব কিছুকে -
যারা ওড়ে, গান গায়, কথা বলে, সুরের তালে ভেসে চলে
তাদের জিঞ্জেস করো, এখন কিসের সময়?
বাতাস, নক্ষত্র, ঢেউ, পাখি, ঘড়ির সবাই বলবে ..
“এখন মাতাল হবার সময়”
সময়ের নিপীড়িত ক্রীতদাস হবার বদলে মাতাল হও
কারো কথা শুনোনা, ক্ষনিকের জন্য হলেও থেমো না,
তুমি মাতাল হও
মদ, কবিতা অথবা প্রাচুর্য যেটাতে তোমার পছন্দ
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৯ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




