পড়ার টেবিল তন্ন তন্ন করে খুজেছি আমি
খুজেছি পুরোনো ডায়েরী, কালো মলাটের নতুন বই এও
শার্টের পকেটে, মানিব্যাগের ভাজে
অগোছালো কবিতার খাতার মাঝেও নেই তুমি,
নেই বিছানার কোনায়, বালিশের নিচে
অথবা তোমার পছন্দের হাতঘড়িতে ও।
কখনো খুজতে খুজতে নেমে আসি পথে
চলে যাই কলেজ মাঠের কদম গাছটার নিচে,
চির চেনা চা এর কাপের ভিড়ে
কিংবা টি এস স্যার বারান্দায় দুপুরে
কোথাও নেই তুমি।
নিউ মার্কেটের ফুচকার দোকানে ,আজিজের দোতালায়
বেইলী রোডে অথবা গুলশান আইসক্রিমের দোকানে
নাহ সেখানেও পাই না তোমায়,
এন-এক্স এর ক্যান্টিনে বুঝি আছো
হয়তো জিমনেশিয়ামের মাঠে কিংবা ইডেনের সামনে
কোথায় পাবো জানিনা – তবুও অন্তহীন খুজে ফেরা,
শংকর, দৃক গ্যালারি, রাইফেলস স্কয়ার
অথবা লাকের রাস্তা ধরে ভেতরের কোন বেঞ্ছে
সারা শহর আমি শুধু তোমায় খুজেই হয়রান।
কোথায় যে হারিয়েছি তোমায়
এত দিন পর আজ আর মনেও করতে পারিনা,
শুধু ছুটির বিকেল গুলো দীর্ঘায়ীত হয়
তুমি আসবেনা জেনেও অপেক্ষায় রাখে আমায়
নিশাচরের মত প্রতীক্ষায় থাকি – কেবলি সূর্যাস্তের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




