শ্বশুড় বাড়ি সমাচার,কিঞ্চিত ১৮+ শিরোনামে একটা লেখা শুরু করেছিলাম ৷যার বিনিময়ে আমার উপর ১৪৪+ ধারা জারি করা হইছিল ৷এতো কিছু লিখলাম তারপরও সরকারের ৫৭ ধারায় আটকাইলাম না,আর একটা রম্য কাহিনী লিখতে গিয়া ঘরের বউয়ের কাছে ১৪৪ ধারা খাইলাম
আমি আমার ওপর এই অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা জানাইছি ৷ কিন্তু কোন কাজ হয় নাই ৷ উর্ধতন মহল ছিল নীরব ৷যদিও শালার কল্যাণে মাঝে মাঝে ফেসবুকে ঢুঁ মারছি ৷ভাগ্যভাল সে আমাদের সাথেই বাস করে ৷ নইলে ফেসবুকেও ঢুকতে পারতাম না ৷
যাইহোক,অবশেষে আমার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে ৷কিন্তু কিছু শর্ত দেওয়া হইছে ৷শর্তগুলা আর না বলি ৷ তাইলে অবিবাহিতরা আর বিয়ে করতে চাইবে না ৷
একখান গোপন কথা কই,বউ আমার যেমনই করুকনা কেন,আমাকে কিন্তু চরম লেবেলের ভালবাসে
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




