মাওলানা ফারুকী সাহেবকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে মাস্টার মাইন্ড হিসাবে তথাকথিত নব্য ইসলামের ধারক বাহক হিসাবে পরিচিত লোকগুলোই দায়ী সেটা বলার প্রয়োজন মনে করি না । যারা বাংলাদেশকে আবগানিস্থান, পাকিস্তান অথবা ইরাক বানানোর স্বপ্ন দেখছেন,যারা বাংলাদেশের দারিদ্র শ্রেণীর মা,বাবার ছেলেমেয়েদের ইসলামের শিক্ষা দেওয়ার নামে জান্নাত এর চাবি হাতে ধরিয়ে দিচ্ছেন সৃষ্টির সেরা জীব হত্যার জন্য তলোয়ার এবং সেটার সুফল জান্নাতে পাওয়ার আশ্বাস এবং তাদের ব্রেন এমন ভাবে জ্বালাই করা হয় শেষ পর্যন্ত সে চাইলেও সেই পথ থেকে ফিরিয়ে আসা সম্ভব হয়না এইভাবে তাঁরা মানুষ হত্যার ভার্চুয়াল অবশিষ্ট কাজে আগে বাড়ে পবিত্র ও শান্তির ধর্ম ইসলামকে অশান্তির ধর্মে রূপান্তরিত করে । মানুষের সাথে মানুষের মতোপার্থক্য থাকতে পারে কিন্তু সেই মতোপার্থক্যের কারণে সেই সৃষ্টির সেরা মানুষটিকে হত্যা করতে হবে সেটি কি রকম ইসলাম পবিত্র কোরানের কতো নাম্বার আয়াতে লেখা আছে মতোপার্থকের কারণে হত্যা করা জায়েজ ? আমরা নিজেকে মুসলমান হিসাবে দাবী করি আর "মহান আল্লাহর" প্রতি বিশ্বাস রাখি মানুষ হত্যা মহাপাপ যেনেও মানুষ হত্যা করি সেটা কিসের ধর্ম ? সেটি কি হাইওয়ানের ধর্ম থেকে উত্তম মনে হবে ? ৯৫% মুসলমান থাকা দেশে ইসলামের প্রচার প্রসার করতে যদি মানুষ হত্যা করতে হয় সেখানে ইসলাম প্রসারিত হবে কিভাবে ? যারা ইসলাম প্রচার করতে রাষ্ট্র ক্ষমতা নিজেদের আয়ত্ত থাকা উচিত বলে মনে করছেন আমার দৃষ্টিতে তাঁরা বিধর্মী তাঁদের ধর্ম হলো লোভ আর হিংসা, যেমন কর্ম, তেমনি ফলাফল নির্ধারণ হবে রোজ কেয়ামতের পর যদি মৃত্যুর এক মিনিট আগেও কোনো ইহুদি একবার হলেও উচ্চারণ করে লা, ইলাহা, "ইল্লা আল্লাহ " মুহম্মদুর রাসুল "আল্লাহ" সেখানে "আল্লাহ" তাঁকে মুসলমান হিসাবে কবুল করবে তাহলে আমরা কিসের অহংকারে মানুষ হত্যার মতো নিকৃষ্ট সিদ্ধান্ত নিতে পারি ? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যতটা তাড়াতাড়ি সম্ভব ফারুকী সাহেবের হত্যাকারীকে খুঁজে বের করে প্রকাশ্যে বিচারের ব্যবস্থা করুন । আর অতিধার্মীক লোকজনকে পরিষ্কার ভাষায় বলতে হবে আপনারা শান্তিপূর্ণ ভাবে বসবাস করুন না হয় পাকিস্তান অথবা আবগানিস্থানে যাওয়ার প্রস্তুতি নিন । ধর্ম নিয় রাজনীতি আর নয় ।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



