াজকের দিনটা ভালই কাটছিল। অনেক পুরাতন মুখ, আর চেনা মুখ গুলোর নতুন, উজ্জল সাজ। সুপারি তলায় আড্ডা জমেছিল বড় ভাই তুল্য শিক্ষক ও তাদের বন্ধু-বান্ধবীদের সাথে। পিঠা, চা-সিগারেট পছন্দমত সবারটা সবাই চেয়ে নিচ্ছে। হটাৎ আগমন এক আপুর। অনেকদিন পর দেখা তার সাথে। সদ্য বিবাহিতা, তার নতুন জীবণ সম্পর্কে ধারনা নেয়া, কাজকর্মের খোঁজ খবর নেয়া, সব কিছুই চলছিল ীঠকঠাক। কিন্তু বর্তমানে তিনি বেকার। তবে আগামী ২০ তারিখ থেকে তিনি আর বেকার থাকবেননা। তাকে কাজ করতে হবে এক বিদেশীনির সঙ্গে মাসিক ২০০০০ টাকা চুক্তিতে। সব আশা যেন ভেঙ্গে গুড়ো হয়ে গেল যখন বিদেশীনির পরিচয় জানা গেল। এই সেই বিদেশীনি যার সাথে কাজ করেছি তিন মাস, আগামী ২০ তারিখ থেকেও কাজ করার বাসনা নিয়ে। কিন্তু কাজটা আম্ার করা হলোনা। আপাতত অপেক্ষায় থাকলাম অন্য কোন দেশের গবেষক এর জন্য, তার ভাষাগত দূরত্বকে ঘুচবার জন্যে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




