বাংলায় ব্লগ লিখা হত না যদি না আরিল এর সাথে দেখা না হয়ে যেত। উনি হচ্চেন সামওয়্যার ইন এর হর্তাকর্তা। আশা করি আপনারা অনেকেই অবগত আছেন উনার ব্যাপারে। আর আমি একজন উথতি ব্লগার। লিখি ডিস্টারবড মাইন্ড (tanvir.wordpress.com) নামে।
আমার বন্ধুরা সামওয়্যার ইন এ শুক্রবার দিন ও অফিস করে। আর শনিবার, রবিবার ওদের ছুটি। ভাবলাম ওদের দেখে আসি বন্ধের দিনে কি করছে অফিস এ। যেই ভাবা সেই কাজ। গুলশান এর কোন এক জায়গায় সামওয়্যার ইন এর অফিস। ঢুকতেই সামিহা পরিচয় করিয়ে দিল হাসিন ভাইয়ার সাথে। হাসিন ভাইয়া একজন জিনিয়াস। তারপর পরিচিত হলাম আরিল এর সাথে। উনি নরওয়ের মানুষ। ভাল ইংলিশ বলেন। বাংলাও বলতে পারেন। বাংলাতে তিনি অটো গ্রাফ ও দিতে পারেন। উনি আমার কথা শুনে অবাক হলেন। অনেক দিন ধরে ইংলিশ এ ব্লগ লিখছি। কিন্তু এখন বাংলা ট্রাই করা হয়নি। এর আগে আরেকজন নরওয়ে এর বাসিন্দার সাথে পরিচয় হয়েছিল। কিন্তু উনি বাংলা তেমন পারেন না, যদিও তিনি হলেন বাংলাদেশের সবচেয়ে বড় কম্পানির কর্নধার। আরিল হল ভিন্ন রকম। বাংলার প্রতি তার অন্ন্য এক রকম ভালবাসা দেখলাম তার। যখন বললাম বাংলা লিখা কম্পিউটার এ বেশ কঠিন, উনি ধরে নিয়ে গেলেন উনার অফিস এ। সমেওহেরে ইন এর ওয়েবপেজ খুলে শুরু করলেন সুন্দর বাংলা টাইপ করা ফনেটিক কীবোর্ড দিয়ে। আমিও অবাক উনি কিভাবে এত বাংলা শিখলেন। তারপর দুটা সেনটেন্স মুহুর্তে টাইপ করে ফেললেন। আমিও অবাক এত সহজে বাংলা লিখা সম্ভব। তারপর বুঝলাম উনি আমাকে এনকারেজ করার জন্য এই কাজ করলেন। আমিও খুব ইন্সপায়ারড হলাম। উনি বললেন আমাকে বাংলায় ব্লগ করতে। জানি বাংলাদেশি ব্লগার দের জন্য এটা খুব ইম্পরটেন্ট। আস্তে আস্তে অনেক ব্লগার বাংলায় লিখা শুরু করতে হবে। হয়ত মানুষ বই না লিখে ব্লগ লিখেই আর পরেই বেশি মজা পাবে তখন। আর আরিল নরওয়ের লোক হয়েও সেতা বুঝতে পেরেছেন। তাই আমার মত একজন সাধারন ব্লগার কেও টাইম দিলেন। অনেকখন ধরে শিখালেন কিভাবে বাংলা ব্লগ করতে হয়। আমিও লজ্জা পেলাম একজন বিদেশি আমাকে বাংলায় টাইপ করা শিখাচ্ছেন। কিন্তু মোটিভেটেড হলাম আর বেশি। আর ফলাফল তো দেখে আমি নিজেই অবাক। অল্পসময়েই ফনেটিক কীবোর্ড দিয়ে লিখে ফেল্লাম এই অসাধারন লিখা।
তারপর সামওয়্যার ইন এর সুন্দর অফিস তা ঘুরে ঘুরে দেখলাম। সবার সাথে পরিচয় হল। হাসান এর সাথে আগে থেকেই পরিচয় ব্লগার হবার সুত্রে। আরও পরিচয় হল অনেক সুন্দর মনের মানুষের সাথে যারা সামওয়্যার ইন কে সামনে নিয়ে চলেছেন।নিরবে তারি ঘটিয়ে চলেছেন এক অসাধারন বিপ্লব। সামওয়্যার ইন এর নতুন ইন্টারফেস তারই প্রমান। সেই দিন হয়ত দূরে নয় যখন সামওয়্যার ইন বাংলাদেশি ব্লগার দের এক মিলন মেলায় পরিনত হবে। সামওয়্যারইন এর সুভকামনা করছি। আমার মত আরও অনেক ব্লগার যেন বাংলায় শুরু করেন ব্লগিং। ব্লগার দের আন্দলন এগিয়ে চলুক, সেই সাথে সামওয়্যার ইন ও এগিয়ে যাক সামনে। বাধ ভাঙ্গার আওয়াজ শুনতে পাচ্ছি।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




