ঘাসের মাঝে শিশিরকণায় স্বপ্ন ভিজিয়ে রাখো।
তুমি আমার ছবি আঁকো, তুমি আমার ছবি আঁকো, তুমি আমার ছবি আঁকো।
ভাবছো যখন নিজের কথাই ভালো করেই ভাবো,
আগামীর সুবাতাসে আমার স্পর্শ মাখো,
তুমি আমার আদর রাখো, আমায় বুকে নিয়ে থাকো, তুমি আমার স্পর্শ মাখো।
ভাবনা ঘুড়ি উড়িয়ে দিয়ে নাটাই নিয়ে খেলো,
অনেকগুলি কথার পরে আমার কথাই বলো,
তুমি আমার সাথেই চলো, তুমি আমার কথাই বলো, তুমি আমার সাথেই চলো।
যতবারই ভাববে দূরে পালিয়ে সরে যাবে,
অনেকগুলি পথের পরেও আমার দেখাই পাবে,
তুমি আমার সাথেই রবে, তুমি আমার কথাই কবে, তুমি আমার দেখাই পাবে।
অর্থহীনের এই গানটা খুব প্রিয়। কিন্তু কোথাও পাচ্ছি না। কারো কাছে লিংক থাকলে জানান প্লি্লজ। অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম।
-------------------------------------------------------------------------
গানের লিংক পাওয়া গেছে। প্রজাপতির সৌজন্যে লিংকটা আপডেট করে দিলাম পোস্টে।
-*-*-*-*-*-*
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৬ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



