দুটি ক্যাকটাস
----------------------------
1.
আমার হারিয়ে যাওয়া মেঘগুলি সব বৃষ্টি নিয়ে এলো,
নদীর বুকে বাণ ডেকেছে- ভীষণ হুলুস্থুলু।
হিজল বনে বাউলা বাতাস, পাগলপারা বেগ
একলা পাখির করুন আঁখি, হাওয়ায় ভাসে মেঘ।
2.
বৃষ্টি যদি না এসে ওই- হঠাৎ থেমে যেত,
তোমার অঙ্গ শীতল ছোঁয়া কেমন করে পেত?
তরুন জলে ধুয়ে গেলো দেহের যত সাজ,
তাইতো বলি অবাক করা বৃষ্টি নামাও আজ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




