আজ প্রিয় ক্যাম্পাসে শেষ দিন। এরপর পড়বে না আর পায়ের চিহ্ন এই খানে। অনেক টুকরো স্মৃতি ছড়িয়ে আছে ক্লাশরুমে, লাইব্রেরীতে, ক্যাফেটেরিয়ায়, ল্যাবে, স্টুডেন্ট ইউনিয়নের রুমে, বাল্টিকের পাড়ে, গোল চত্ত্বরে। কিছুক্ষণ পড়েই সব অতীত হয়ে যাবে, হয়ে যাবে কিছু সুখ স্মৃতি, অবসরে জাবর কাটার উপাদান। কেবল সময়, কেবল সময়, শুধু সময় বয়ে যায় ....। সময়ের হাত ধরে আমিও ছুটে চলেছি অন্য গন্তব্য, অন্য ঠিকানার সন্ধানে। একদিন সেই ঠিকানাও স্মৃতি হয়ে যাবে।
প্রতিটি মানুষ শুধু এই স্মৃতি নিয়েই বাঁচে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




