ছোট বেলায় দাদু'র কাছে এই গল্প শোনেছিলাম।
আমার খুব প্রিয় ছিল....এখনও ভালো লাগে।
জানিনাহ পুরোটা মনে আছে কিনা...
তাও ট্রাই করে দেখি পারি কিনা....
>>>>>>>>>>
একদিন এক টুনটুনি বেগুন তুলতে গিয়েছিল।
বেগুণ তুলতে গিয়ে কাঁটা ফুটে।
কিন্তু সেই কাঁটা আর সে তুলতে পারে নাহ।তাই সে তার পুচ্ছ নাচাতে নাচাতে নাপিত এর কাছে গেলো.............
নাপিত ভায়া নাপিত ভায়া ঘরে আছ হে?
তুলিলাম বেগুণ ফুটিলাম কাঁটা, পিটটা আমার গেছে ফুলে.
নাপিত তুলিবে কি কাঁটা?
নাপিত বলল, পারবনাক
এরপর টুনি লাঠির কাছে গেলো...
লাঠি ভায়া লাঠি ভায়া ঘরে আছ হে?
তুলিলাম বেগুণ ফুটিলাম কাঁটা, পিটটা আমার গেছে ফুলে.
নাপিত তুলিল না কাঁটা, তুমি কি পরবে নাপিতের পিঠে?
লাঠি বলল, পারবনাক
এরপর টুনি আগুনের কাছে গেলো...
আগুন ভায়া আগুন ভায়া ঘরে আছ হে?
তুলিলাম বেগুণ ফুটিলাম কাঁটা, পিটটা আমার গেছে ফুলে.
নাপিত তুলিল না কাঁটা
লাঠি পড়িল না নাপিতের পিঠে, তুমি পোড়াবে কি লাঠি?
আগুন বলল, পারবনাক
এরপর টুনি পানির কাছে গেলো...
পানি ভায়া পানি ভায়া ঘরে আছ হে?
তুলিলাম বেগুণ ফুটিলাম কাঁটা, পিটটা আমার গেছে ফুলে.
নাপিত তুলিল না কাঁটা
লাঠি পড়িল না নাপিতের পিঠে,
আগুণ পোড়াল না লাঠি, তুমি নিভাবে কি আগুন ?
পানি বলল, পারবনাক
এরপর টুনি হাতির কাছে গেলো...
হাতি ভায়া হাতি ভায়া ঘরে আছ হে?
তুলিলাম বেগুণ ফুটিলাম কাঁটা, পিটটা আমার গেছে ফুলে.
নাপিত তুলিল না কাঁটা
লাঠি পড়িল না নাপিতের পিঠে,
আগুণ পোড়াল না লাঠি,
পানি নিভাল না আগুণ, তুমি খেয়ে নিবে কি পানি?
হাতি বলল, পারবনাক
এরপর টুনি মশার কাছে গেলো...
মশা ভায়া মশা ভায়া ঘরে আছ হে?
তুলিলাম বেগুণ ফুটিলাম কাঁটা, পিটটা আমার গেছে ফুলে.
নাপিত তুলিল না কাঁটা
লাঠি পড়িল না নাপিতের পিঠে,
আগুণ পোড়াল না লাঠি,
পানি নিভাল না আগুণ,
হাতি খেল না পানি, তুমি কামড়াবে কি হাতিকে?
মশা বলল, পারব !!!!!
মশা গিয়ে হাতিকে কামড়াতে লাগল
হাতি বলল পানি খাব, এবার হাতি গিয়ে পানি খেয়ে নিতে লাগল
পানি বলল নিভাব আগুণ, গিয়ে আগুণ নিভাতে লাগল
আগুণ বলল পোড়াব লাঠি, গিয়ে লাঠি পোড়াতে লাগল
লাঠি বলল পড়ব নাপিতের পিঠে, নাপিতের গিয়ে পরতে লাগল
নাপিত বলল তুলব কাঁটা, কাঁটা তুলে নিল টুনি'র
অবশেষে টুনি শান্তি পেলো
বাহ আমি ও দেখি শেষ পর্যন্ত পারলাম
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





