ইচছা হয় সবকিছু উজার করে দিয়ে নিঃশ্ব হয় বসে থাকি হিজলের তলায়..
জমিয়ে রাখা বুক ভরা ভালবাসার অবমূল্যায়ন ভাসিয়ে দেই কপতাক্ষের মৃদু জলে..
স্বপ্নের জঠরে ধিরে ধিরে বেড়ে উঠা ভ্রুনটাকে হত্যাকরি ধুতরা বিষে..
মন ভোলানো তোমার নিশিদ্ধ কথার নোংরা তাল লয় ছিড়ে ফেলি এক টানে...
মাজারে মাজেরে খুজে ফিরি হারিয়ে যাওয়া শান্তির পায়রা
আকাশের উপরে যে আকাশ তাকেও নিংরে নিয়ে আসি এক পশলা বৃষ্টি
অক্লান্ত স্নান করি, যতখন না ধুয়ে যায় মনের পংকিল কাদাভরা প্রেম...
একটা প্রেম হীন জিবন আজ আমার কামনায় ডুকরে কাদে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





