তোমার তীব্র আলিংগনে ছিল ভালবাসার পরের ধাপের আহবান
আমি মাথা পেতে নেই, তোমার কামনার জলে অবগাহিত আমার তনু..
ভালবাসার জঠর থেকে বেরিয়ে আসা শিকড়
ক্রমে দেখাদেয় মেরুদন্ড, মাংসল পেশী,হাড় তারও উপরে চামড়ার ঝিলিক..
আমাদের ভালবাসার সব`জন স্বকৃত রুপ...
আমাদের ঘড়,আমাদের উঠান,আমাদের বিছানা আমরা ভালবাসি..
কে ডাকে তোমায়? কেন আবার হাতছানি ঘরে ফেরার..
কালবৈশাখির মেঘের ভাজে হায়নার ধুসর দাতাল হাসি..
লোমস থাবায় দন্ডায়মান নোখ, আর রক্তাত চোখের চাহুনি..
শকুনিরা অপেক্ষায় প্রহর গুনে উৎসবের ঢাকের শব্দর আশায়,
আমি আমার ভালবাসার কুঠুরিতে মমতার তালা ঝুলাই..
বুকের মেয়েলি গন্ধের মাঝে ছুরে দেই চাবিছড়া, তুমি খুজে নিবে বলে..
তোমার ললাটে দেই কোমল হাতে মমতার ছোবল..
আমি নারী, আমার ভালবাসা মুক্ত করি ভালবাসার অস্রের আঘাতে
তারপর আবার হাসি, আবার ভালবাসি, আবার ঘর গুছাই
তোমার লোমস বুকে নিজেকে লুটাই, নিজেকে বিলাই নিঃস্বাথে`

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





