স্তব্দ জলের মাঝে নিমজ্জিত আমি
স্রোত হীন, শব্দ হীন নিথর...
মাস ,বছর, কালের হিসাব নেই'
স্তব্দ নিথর রক্ত বহন করি আমি...
অপেক্ষা নেই, প্রতিক্ষা নেই
কামনা, বাসনা, নিথর স্তব্দ..
আঘাতে ব্যাথা নেই, চোখে স্বপ্ন নেই.
হ্রদয়ে অনুভুতি নেই...বুকে কষ্ট নেই..
আমি নিযেকে প্রশ্ন করি সজরে...
আমি কে ? অথবা আমি কি?
আমাকে কি বলে?
মানুষ?
না মানুষের তো ও সব থাকে..
আমাকে বলে নারী...
আমি নারী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





