ডান বাহুর উপরে কালো কাইতনে বাঁধা তাবিজে
আয়াতুল কুরছির কোমল আয়াত বেধে রাখি জতনে
সুরা নাস, আর রহমান খোদিত করি মনের খাতায়
কবিরাজী, পানিপড়া আর ঝাড়ফুঁকে ধোয়াটে জীবন
দোয়ায় প্রার্থণায় করতলে নামে অশ্রুর ঢল..
মিনোতি, কাতরতা, নাবীত্বের দোহাই
সবি যেন বিফল, বুমেরাং
ধুপছায়া আধারের কুয়াশা চাঁদরে নিরেট দেয়াল
থামো`মিটারের পারদ উধ`গামী আগুন
অপাথি`ব ঘোষনায় শুনি মৃত্যুর আগমন….
দুনিয়া ভেঙে আসে হাহাকার, জীবনের কাঙাল আমি
মৃত্যুর পায়ে লুটাই জীবনের জয়গান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





