অজান্তে,
হঠাৎ, ঘুম ভাঙে যদি
আমার আদুরে বিছানা
জোছনার নরম আলোয়
হয়ে মাখামাখি
বারান্দায় এলো বাতাসের
গুনগুন গান
ঝিঁঝিঁপোকার দলের
একটানা ঐকতান
তারারা লুকিয়ে থাকে
জোছনার চাদর জড়িয়ে গায়
ঘুম ঘুম আবেশি মন যেন
কারো পদশব্দ শুনতে পায়
মনে হয় কে যেন হাটঁছে মৃদু পায়
একলা বারান্দায়
করছে কানাকানি বাতাসের সাথে
মাথা নত করতে চায় কোন দুরন্ত ইচছার কাছে
বন্ধ দরোজার এপার থেকে
বুঝতে পারি আমি তার হৃদয়ের উওাপ
বুঝতে পারি তার অশান্ত হৃদয়ের, আমার মাঝে রেখে যাওয়া ছাপ
ঘুমহীন আমি অশান্ত হতে হতে ভাবি
হৃদয়ের উওাপে সব পুড়ে ছারখার হয় যদি
নিজেকে শান্ত করে তাই
অশান্ত তোমারে আঘাতে ফিরাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




