লিখতে বসি যখন আমি অনেক কিছু
ভাবনা তোমার ধরে তখন আমার পিছু
কি করে আর লিখব বল তখন আমি
কলম রেখে তোমায় ভেবে একটু থামি
কেমন করে পারলে এমন কষ্ট দিতে
আমায় ছাড়া অন্য কোথাও সুখি হতে
ছাড়লে তুমি আমারি হাত এমন করে
কাচেঁর মতই ভাঙল যে সব,ফেললে ছুড়েঁ
তোমার মতন ভাবতে আমি পারিনিতো
অনেক অভিযোগের পরেও তুমিই আছো
তবুও তোমায় ভালবাসি সবচেয়ে বেশি
ডাকো যখন তোমার কাছেই ছুটে আসি
যদি আমি হারিয়ে যাই ঐ আকাশে
সেদিনও কি এমনি তুমি থাকবে দুরে
সেদিন কিগো আমার কথা একটু ভেবে
একটুখানি কান্না চোখে জড় হবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




