কেমন আছ মা জানি না শুধু অনুভব
তুমি ভাল নেই আমাকে ছাড়া,
কি করে থাকবে আমি যে দূরে
যাওয়ার কালে বলেছিলে যাসনে সোনা।
তোমার বাধা উপেক্ষা করে ঠিক
চলে এলাম দারিদ্র্যতার অবসানে,
অথচ আমার বড় দারিদ্র্যতা তুমি
হয়ত তাই সুখী নই সুদূর প্রবাসে।
তোমার প্রয়োজন জীবনের ক্ষনে ক্ষনে
তাড়া করে আমার অশান্ত মনে,
সেদিন যে শাসন করে কেঁদেছিল নির্জনে
অপরাধ ছিল গিয়েছি চোখের আড়ালে।
আমি থাকতে চাই কোটি বছর ধরে
তোমার সেই শাসনের ছায়াতলে,
ব্যস্ত এই জীবনের মানে যেন
মৃত্যু পথযাত্রী অক্সিজেনের অভাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





