বাংলার সহজ সরল মানুষ যদিও
দিন কাটাত অবহেলা আর বঞ্চনায়,
সুখ বলে শব্দ ছিল না মনে
কখনো স্বপ্ন দেখত না তারা।
তাদের ভাষা আর স্বাধীনতা পুঁজি করে
রাজনীতির ভেড়াজালে সুকৌশলে
জড়িয়ে নিলে হ্যামালিনের বাঁশির সুরে
দিল শত শত তাজা প্রাণ তোমাদের হয়ে।
সেদিনের সৃষ্ট রাজাকার নামে খ্যাত
আরেক ক্ষমতা লোভী দল
শত শত নারীর সম্মান কেড়ে নিল
রূপ নিল ভয়াবহ সাইক্লোন।
অত্যাচারের প্রতিবাদে জাগ্রত বাঙ্গালী
স্ব-হাস্যে মেনে নিল অকাল মৃত্যুকে,
পাল্টা জবাব ভয়াবহ যুদ্ধ ক্ষেত্রে
অবশেষে জয় করল স্বাধীনতাকে।
কেউ স্বাধীনতা আর কেউ ধর্ম পুঁজি
সবকিছুর অন্তরালে লোক ঠকানো রাজনীতি।
গণতন্ত্রের নামে ক্ষমতার কাড়াকাড়ি
জাগ্রত হবে আরেক প্রতিবাদী।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





