আমরা সবাই জানি স্বর্ণ একটি মূল্যবান ধাতু। আমরা যখন স্বর্ণ কিনি তখন সবাই ভাবী ঠকলাম কি-না। যদিও এ তথ্যটি আমাদের দেশে কতখানি প্রযজ্য হবে জানি না । স্বর্ণ সাধারনত: ২৪,২২,২১ ও ১৮ ক্যরেটের হয়ে থাকে।
২৪ ক্যারেট= ৯৯.৯৯ % পিউর
২২ ক্যারেট= ৯১.৬০ % পিউর
২১ ক্যারেট=৮৭.৫০% পিউর
১৮ ক্যারেট= ৭৫.০০ % পিউর
এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। তাই আপনি যখন কোন স্বর্ণের অর্ণামেন্টস খরিদ করবেন, তখন সেই অর্ণামেন্টেস এর গায়ে খোদায় করা থাকবে ৯৯৯৯ অর্থাৎ ২৪ ক্যারেট , ৯১৬ অর্থাৎ ২২ ক্যারেট, ৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট, ৭৫০ অর্থাৎ ১৮ ক্যারেট। চেনের হুকে খোদায় করা থাকে।
জানিনা ঢাকা চট্টগ্রামের বড় বড় জুয়েলারী সপে এগুলি থাকে কি-না। তবে পৃথিবীর বড় বড় শহরের স্বর্ণের দোকানে আপনি এগুলি দেখতে পাবেন।
কারণ তারা স্ট্যনডার্ড ও কোয়ালিটি মেনে চলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




