বেস কিছু দিন হল নিউজে প্রচার হচ্ছে রেমিটেন্স বেড়েছে ! রেমিটেন্স বেড়েছে ! কিন্তু কি ভাবে বেড়েছে কেন বেড়েছে এই রহস্য কেউ উদঘাটন করেছে?
ইকোনোমিক ক্রাইসিস এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্বের প্রথম সারির দেশ গুলো। মধ্যপ্রাচের দেশ গুলোতে ভিসা বন্ধ অথচ রেমিটেন্স বেড়েছে
রেমিটেন্স বেরেছে শুধু মাত্র মধ্যপ্রাচ্য থেকে ভিসা বন্ধ হওয়ার কারণে।
মধ্যপ্রাচ্য-র দেশ গুলোতে ভিসা ইসু হলে এর সিংহ ভাগ টাকা হুণ্ডিতে লেনদেন হত। বর্তমানে ভিসা ইসু না হওতে হুণ্ডি ৯৫% বন্ধ হয়ে গেছে। যার ফলে রেমিটেন্স বেড়েছে।
ইউ এ ই তে অনেক হুণ্ডি ওয়ালার কাছে ফোন করলে বলে এখন হুণ্ডির ব্যবসা ছেড়ে দিয়েছি, ভিসা চালু হলেই আবার ব্যবসা শুরু করব। তাছাড়া, হুণ্ডি এবং এক্সচেঞ্জ-এর রেট একই রকম। এখানে কারও কোন কেরামতি নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




