হাসিনার কাঁধে আজ অনেক বোঝা.
বিজয়ের আনন্দে যেন ভুলে না যান ইসতিহারের কথা
যে ইসতিহার আপনি দিয়েছেন জানিনা কি করে তা পূরন করবেন.
স্বং বিধাতা ছাড়া এ ইসতিহার-এর ওয়াদা পূরন করা সম্ভব না.
তবুও অনেক আশা বুকে নিয়ে আপনার কাছে অনুরোধ ২টি ওয়াদা অন্তত পূরন করবেন.
১. সন্ত্রাসকে দূর করবেন.
২. রাজাকারদের বিচার করবেন.
কি করে চালের দাম আপনি ১৮ টাকায় নিয়ে আসবেন তা আমার জানা নেই.
কি করে আপনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ হবে, তা ভেবে সকল মৃত বুদ্ধিজিবীরা আরেকবার পৃখিবাতে আসতে চাইছেন.
কি করে আপনি আপনার এত ওয়াদা পূরন করবেন তার জন্য স্বং বিধাতা চিন্তত
তবু আর যাই হোক এ ২টি কাজ করুন দেখবেন বাকি গুলো জনগন ক্ষমা করে দেবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





