
আমাদের এক মিনিট বেঁচে থাকার নিশ্চয়তা নেই, তবুও আমরা আনন্দ নিয়ে বাঁচি। কিন্তু কেউ যদি বলে, তুমি আর ৫ বছর কিংবা ১০ বছর বাঁচবে, এই সময় অতিক্রান্ত হলেই তোমার মৃত্যু নিশ্চিত। এ কথা শোনে তখন আমাদের চিন্তায় পড়ে মরার উপক্রম হয়।
আমাদের ১ মিনিটের অনিশ্চয়তাও শান্তি আছে, যদি আনন্দ নিয়ে থাকা যায়, কিন্তু ১০ বছর বাঁচার নিশ্চয়তাতেও শান্তি নাই, যদি মৃত্যুর ভয় ঢুকে যায়।
আনন্দ নিয়ে বাঁচার সূত্রই হলো ঘৃণা, ক্ষোভ, রাগ ঝেড়ে ফেলে ক্ষমাশীল হওয়া, আন্তরিকতা বজায় রাখা, দুশ্চিন্তা পরিহার করা, হাসিমুখে থাকা এবং স্রষ্টার আদেশ নিষেধ মেনে চলা।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



