কোলাহল যখন নিশ্বব্দতা হয়ে যায়
ভির এর মানে যখন নিশ্বঙ্গতা
তখনও আমার গহীনে কারা যেন গান গায়।
এ তো আমার আত্মার ভালো লাগা,
বাঁচার আনন্দ কভূনা ফুরায়।
তাইতো সঙ্খচীলের ডানায় চেপে আবার আসে সকাল
সপ্ন এখনো বোনে সপ্নের জাল।
তাইতো আমি রাত যেগে দেখি, জ্যৎস্ না জলের ধারা
জীবন নদিতে ভাসাই, পঞ্চ রঙ্গের পাল।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





